• facebook
  • twitter
Thursday, 20 March, 2025

ভারত পাকিস্তানকে হারিয়ে শেষ চারের পথকে পাকা করে নিতে চায়

ক্রিকেট যুদ্ধে

ক্রিকেট যুদ্ধে পাকিস্তানকে হারাতে অনুশীলন ভারতীয় দলের।

চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেটে রুদ্ধশ্বাস লড়াইয়ে রবিবার খেলতে নামছে রোহিত শর্মার ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে। ভারত-পাকিস্তানের খেলার অর্থই উত্তেজনার বিস্ফোরণ। সারা দুনিয়ার ক্রিকেটপ্রেমীরা এই খেলাকে ঘিরে অপেক্ষায় থাকেন লড়াইয়ে কে জিতবে বলে। সেই কারণেই হয়তো খেলার শুরু থেকে উত্তেজনার পারদ টগবগ করে এগিয়ে যেতে থাকে। তবে, নিঃসন্দেহে রোহিত ব্রিগেড এগিয়ে রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। প্রথম ম্যাচে ভারত হারিয়ে দিয়েছিল বাংলাদেশকে। আর অপরপক্ষে পাকিস্তান হার স্বীকার করেছে নিউজিল্যান্ডের কাছে। তাই ভারত এই ম্যাচে জিতলেই সেমিফাইনালে খেলার ছাড়পত্রটা তুলে নিতে পারবে। তবে, পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান বলেছেন, ভারতের বিরুদ্ধে লড়াইটা খুব একটা সহজ নয়। যতই ভারত এগিয়ে থাকুক না কেন, পাকিস্তানের ক্রিকেটাররা ঝলসে উঠতে জানেন। তাই লড়াইটা হবে চরম উদ্দীপনার মধ্যে দিয়ে। টসটা হয়তো একটা ফ্যাক্টর হতে পারে। আবার এটাও ঠিক, দুবাইয়ের উইকেট ব্যাটসম্যানদের জন্য। ব্যাটসম্যানরা যদি ঠিকমতো খেলতে পারেন, সেক্ষেত্রে ভারত কিন্তু কঠিন মোকাবিলার মধ্যে পড়ে যাবে। বাবর আজমকে নিয়ে হয়তো সমালোচনা করা হচ্ছে। এটা মনে রাখতে হবে, ভারতের বিরুদ্ধে বাবর হুঙ্কার দিতে পারেন।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা কোনওভাবেই কোনও হুঙ্কারকে আমল দিতে চাইছেন না। আত্মবিশ্বাসী ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। শুধু ব্যাটসম্যানরা নন, বোলাররাও প্রস্তুত রয়েছেন প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের খুব তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরত পাঠানোর। গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত বল করেছেন মহম্মদ শামি। শামি পাঁচটি উইকেট নিয়ে বাংলাদেশের স্কোরবোর্ডকে বড় জায়গায় পৌঁছতে দেননি। পাশাপাশি, অক্ষর প্যাটেল ও হার্দিক পাণ্ডিয়া যেভাবে বল করেছেন, তাতেও বাংলাদেশের ক্রিকেটাররা চাপে পড়ে গিয়েছিলেন। আশা করা যাচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে শামির সঙ্গে হার্দিক পাণ্ডিয়া বড় ভূমিকা নেবেন। রোহিত শর্মা ব্যাটে ফিরেছেন। তবে, মাঝেমধ্যে হিটম্যান রোহিত তাঁর পুরনো ফর্মে ফেরার জন্য ঝোড়ো ব্যাটিং শুরু করেন। তখনই সমস্যা তৈরি হয়। রোহিতকে আরও বেশি সংযত হতে হবে। বিরাট কোহলিও রান পাওয়ার জন্য ছটফট করছেন। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে হয়তো তাঁর ব্যাট থেকে ভালো রান না আসলেও, পাকিস্তানের বিরুদ্ধে তিনি অত্যন্ত সচেতন রয়েছেন রানের জন্য। তবে শনিবার অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়েছেন।

কোহলিকে দেখা গেছে গোড়ালিতে আইসপ্যাক নিয়ে ডাগআউটে বসে থাকতে। তবে তাঁর চোট যে খুব গুরুতর নয়, তা বোঝা গিয়েছে কোহলির শরীরী ভাষায়। শুভমন গিল দুরন্ত ব্যাট করেছেন বাংলাদেশের বিরুদ্ধে। সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চাইছেন তিনি পাকিস্তানের বিরুদ্ধে। লোকেশ রাহুল মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে নিজেকে পরিচয় দিতে ভালো রানের লক্ষ্যে পৌঁছতে চাইছেন। ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়াররা চাইছেন, ভারতের জয়ের পথকে মসৃণ করার জন্য ভালো রান উপহার দিতে। হার্দিক পাণ্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ব্যাটে ভালো রান আছে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে কুলদীপ যাদবকে প্রথম একাদশে দেখা যাবে কিনা, সেক্ষেত্রে কোচ গৌতম গম্ভীর কোনওরকম স্পষ্ট ধারণা দেননি।

তবে শোনা যাচ্ছে, রোহিত শর্মা ও ঋষভ পন্থ অসুস্থ রয়েছেন। ঋষভ এদিন অনুশীলনে আসেননি। এমন হতে পারে বরুণ চক্রবর্তীকে প্রথম একাদশে রাখা হতে পারে। শেষ পর্যন্ত রোহিত যদি পাকিস্তানের বিরুদ্ধে না খেলেন, সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামি অবশ্যই বোলিংয়ে চমক দেখাতে পারেন। ক্রিকেট বিশেষজ্ঞরা প্রত্যেকেই বলছেন, পাকিস্তানের থেকে এগিয়ে রয়েছে ভারত। ভারতের জয় পাওয়াটাই স্বাভাবিক। প্রাক্তন ক্রিকেটাররাও ভারতকে এগিয়ে রাখলেও বলেছেন, এই ম্যাচের চরিত্রটা সবসময় আলাদা হয়ে থাকে। সেই কারণে ক্রিকেটারদের বুদ্ধিদীপ্ত খেলা উপহার দিতে হবে। কোনওভাবেই প্রতিপক্ষ দলের বোলারদের জায়গা দেওয়া নয়, সুযোগ পেলেই ব্যাটসম্যানদের সপাটে বল মারতে হবে। কোচ গৌতম গম্ভীর মনে করেন, ভারত সবসময় লড়াকু মনোভাব নিয়েই খেলতে নামে। ক্রিকেট যুদ্ধে কে বড় কে ছোট, তা মানতে রাজি নয়। যুদ্ধক্ষেত্রে সবাইকে সমীহ করে খেলতে হয়। তার মধ্যে থাকবে কৌশলগত মনোভাব। কীভাবে প্রতিপক্ষকে পরাস্ত করা যায়, তা অঙ্ক কষেই খেলতে হবে।