• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দ্বিতীয় ম্যাচে জার্মানিকে হারিয়েও হকি সিরিজ হারাল ভারত

আর জার্মানি দু’টি গোল করে ব্যবধান কমায়। ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত (২), সুখসিত সিং (২) ও অভিষেক শর্মা। তবে, পেনাল্টি শুট আউটে গোল করতে ব্যর্থ হন হরমনপ্রীত ও অভিষেক।

ভারত ও জার্মানির সঙ্গে হকি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ৫-৩ গোলে জার্মানিকে হারিয়েও সিরিজ ধরে রাখতে পারল না। তবে প্রথম টেস্টে ভারত হেরে গিয়েছিল জার্মানির কাছে। ভারত দ্বিতীয় ম্যাচে জেতাতে সিরিজের ফলাফল হয় ১-১। তাই পেনাল্টি শুট আউটে ভাগ্য নির্ধারণ করা হয়। পেনাল্টি শুট আউটে জার্মানি ৩-১ গোলে ভারতকে পরাস্ত করে সিরিজ নিজেদের হাতে রেখে দেয়।

বৃহস্পতিবারের খেলায় ভারত বিরতির সময় ০-১ গোলে পিছিয়ে ছিল। কিন্তু তারপরে ভারত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে দাপট দেখাতে থাকে। খেলার চেহারাই বদলে যায়। তৃতীয় কোয়ার্টারে ভারত চারটি গোল করে জার্মানিকে পিছনে ফেলে দেয়। চতুর্থ কোয়ার্টারে আরও একটি গোল পায় ভারত। আর জার্মানি দু’টি গোল করে ব্যবধান কমায়।

Advertisement

ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত (২), সুখসিত সিং (২) ও অভিষেক শর্মা। তবে, পেনাল্টি শুট আউটে গোল করতে ব্যর্থ হন হরমনপ্রীত ও অভিষেক। এর আগে ভারত হার স্বীকার করেছিল জার্মানির কাছে ০-২ গোলে। ভারত এদিন বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে।

Advertisement

Advertisement