• facebook
  • twitter
Friday, 6 December, 2024

অলিম্পিক্সে ভারত

পদকের নিরিখেও একেবারে শেষের দিকেই রয়েছে ভারত। প্রথম স্থানে আমেরিকা

মহিলা ও পুরুষদের ৪X৪00 মিটার রিলে দৌড়ে ভারত ব্যর্থ হল। মহিলাদের ইভেন্টের হিটে সবার পিছনে ছিল ভারত। আর পুরুষদের হিটে পঞ্চম স্থানে শেষ করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ভারত। পদকের নিরিখেও একেবারে শেষের দিকেই রয়েছে ভারত। প্রথম স্থানে আমেরিকা। দ্বিতীয় স্থানে রয়েছে চিন আর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ স্থানে রয়েছে আয়োজক দেশ ফ্রান্স। ভারতের জায়গা হয়েছে ৬৪তম স্থানে।