উত্তেজক ম্যাচে বাংলাদেশকে পাঁচ রানে হারিয়ে সপ্তমবার অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

উত্তেজক ম্যাচে বাংলাদেশকে শনিবার ফাইনালে পাঁচ রানে পরাজিত করে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত।

Written by SNS Colombo | September 15, 2019 2:59 pm

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। (Photo: Twitter/@BCCI)

উত্তেজক ম্যাচে বাংলাদেশকে শনিবার ফাইনালে পাঁচ রানে পরাজিত করে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত। এই নিয়ে সপ্তমবার এশিয়ার সেরার খেতাব নিজেদের দখলে রাখল ভারত।

প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১০৬ রানে ইনিংস শেষ হয়ে যায় ভারতের সহজ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস মাত্র ১০১ রানেই থেমে গেল। অথর্ব আঙ্কোলের আঠাশ রান দিয়ে পাঁচটি উইকেট সংগ্রহ করেন। এছাড়া আকাশ সিং বারাে রান দিয়ে তিন উইকেট তুলে নেন। এই দুই বােলারের অসাধারণ বােলিংয়ের সুবাদেই ভারত জয় তুলে নেয়।

টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে শুরুতেই আট রানের মধ্যে তিনটি উইকেট হারিয়ে ফেলে মুখ থুবড়ে পড়তে হয়েছিল ভারতকে। কিন্তু আট নম্বরে ব্যাট করতে নেমে কর্ণ লাল সাঁয়ত্রিশ রান করে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন।

একটা কথা বলে রাখা ভালাে দুই দলই সেমিফাইনালে না খেলে গ্রুপে বেশি পয়েন্ট থাকার জন্য ফাইনালে খেলার যােগ্যতা অর্জন করে নেয়। ভারতীয় তরুণ ক্রিকেটারদের সাফল্যে সকলেই খুশি। এবং প্রত্যেকেই তাদের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।