• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কলকাতা ফুটবলের অবনমন খেলা নিয়ে চিন্তায় আইএফএ

রাজ্য সরকার ক্রীড়াদপ্তর ও আইএফএ-র যৌথ উদ্যোগে বৃহস্পতিবার থেকে স্বামী বিবেকানন্দ কাপ বেলুড় মঠ মাঠে শুরু হচ্ছে।

প্রতীকী চিত্র

আইএফএ’র পরিচালনায় কলকাতা ফুটবল লিগে প্রিমিয়ার ডিভিশনের অবনমনের খেলা বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে। প্রথম দিনেই মহমেডান স্পোর্টিংয়ের সঙ্গে সাদার্ন সমিতির খেলা রয়েছে। আর অন্য আরেকটি খেলায় মুখোমুখি হবে ক্যালকাটা পুলিশ ও রেলওয়ে এফসি। এই প্রথম কলকাতার তিন প্রধানের মধ্যে মহমেডান স্পোর্টিংকে এবারে খেলতে হচ্ছে অবনমনের খেলায়। একটা সময় কলকাতার তিন প্রধানের মধ্যে মহমেডান স্পোর্টিংকে খেতাব জয়ের লক্ষ্যে বিশেষ প্রাধান্য দেওয়া হতো। কিন্তু সেই মহমেডান স্পোর্টিংকে এবারে কলকাতা ফুটবল লিগে একেবারেই দেখতে পাওয়া যায়নি। সাদার্ন সমিতি গ্রুপের গেলায় একটি ম্যাচে অংশ না নেওয়ায় আইএফএ ইতিমধ্যেই বিপক্ষ দলকে পুরো পয়েন্ট দিয়ে দিয়েছে। পাশাপাশি, সাদার্ন সমিতির থেকে ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। যার ফলে এই প্রথম কোনও ক্লাব একেবারে শূন্য পয়েন্ট নিয়ে লিগ টেবলে অবস্থান করল। অন্যদিকে মেসারার্স দলের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টস খেলতে না নামায় একইভাবে তিন পয়েন্ট প্রতিপক্ষকে দেওয়া হয়েছে। মোহনবাগানের পয়েন্টের থেকে দু’পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে, কলকাতা ফুটবলের কোনও গুরুত্ব নেই।

বুধবার ব্যারাকপুর স্টেডিয়ামে অবনমনের খেলায় মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলতে নামার কথা রয়েছে সাদার্ন সমিতির। আইএফএ’র সহসভাপতি ও সাদার্ন সমিতির সচিব হিসেবে সৌরভ পাল একটি চিঠি দিয়ে জানিয়েছেন, যেভাবে কলকাতা ফুটবল লিগ চলছে, তা অবশ্যই লজ্জাজনক। এক শ্রেণির বেটিং চক্র মাঠে নেমে কলকাতার ফুটবলকে কলুষিত করছে। তার বিরুদ্ধে আইএফএ যদি পদক্ষেপ না নেয়, তাহলে অবনমনের খেলা অংশ নেওয়া হবে কিনা, তা নিয়ে চিন্তা করতে হচ্ছে। আইএফএ কোনওরকম ভ্রূক্ষেপ নিচ্ছে না কলকাতা ফুটবল কীভাবে পরিচালিত হচ্ছে, তা জানার চেষ্টায়। যতক্ষণ না পর্যন্ত আইএফএ এ ব্যাপারে পদক্ষেপ না নেবে, ততদিন পর্যন্ত কলকাতা মাঠে অবনমনের খেলায় নামব কিনা, তাতে সন্দেহ রয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে, গত বছর কোন দল চ্যাম্পিয়ন হয়েছে, তা এখনও ঘোষণা করতে পারেনি আইএফএ। তারই মধ্যে চলতি মরশুমের খেলা প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে।

Advertisement

এদিকে রাজ্য সরকার ক্রীড়াদপ্তর ও আইএফএ-র যৌথ উদ্যোগে বৃহস্পতিবার থেকে স্বামী বিবেকানন্দ কাপ বেলুড় মঠ মাঠে শুরু হচ্ছে। সেই দিনই আইএফএ-র পক্ষ থেকে সুপার সিক্সে লড়াইয়ে ইস্টবেঙ্গল ও ইউনাইটেড কলকাতার খেলা রাখা হয়েছে। রাজ্য সরকার আইএফএ-কে যে ভাবে আর্থিক ও অন্যান্য বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সে কথা চিন্তা করে কি করে ইস্টবেঙ্গলের মতো দলের বিরুদ্ধে খেলা রাখা হল? ক্রীড়াসূচি রূপায়ণের সময় আইএফএ কর্মকর্তাদের কাছে কি অজানা ছিল স্বামী বিবেকানন্দ কাপ ফুটবল কবে থেকে শুরু হচ্ছে? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে আইএফএ-র ভূমিকা নিয়ে।

Advertisement

Advertisement