• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ে আইলিগ চ্যাম্পিয়ন ইন্টার কাশী

ফেডারেশনের রায় খারিজ করে ক্রীড়া আদালত সেইসময় জানিয়েছিল বিচার ব্যবস্থা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত আইলিগের বিজয়ী ঘোষণা করা যাবে না।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আইলিগ নিয়ে দীর্ঘদিন ধরে চলা নাটকে অবশেষে যবনিকা পতন হল শুত্রুবার। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো ইন্টার কাশী কোনও আইন ভাঙেনি। তাই আইলিগ চ্যাম্পিয়ন হিসেবে ইন্টার কাশী’র নামই ঘোষণা করতে হবে ফেডারেশনকে। ফলে, আইলিগ শেষ হওয়ার দীর্ঘ সাড়ে তিন মাস পর চ্যাম্পিয়ন ঘোষিত হলো।

এদিন, নিজেদের রায়ে আদালত জানিয়েছে, পুরো বিষয়টা ঘটেছে ফেডারেশনের ভুল সিদ্ধান্তের জন্যই। তাই তাঁদের পক্ষ থেকে বিরাট অঙ্কের জরিমানা করা হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। পাশাপাশি, জরিমানার কবলে পড়েছে এই ঘটনার সঙ্গে যুক্ত আইলিগের তিনটি দল – চার্চিল ব্রাদার্স, নামধারী এফসি এবং রিয়াল কাশ্মীর। এদিকে, ক্যাসের এই রায়ে স্বাভাবিকভাবেই দারুন উচ্ছসিত উত্তরপ্রদেশের এই দলটি।

Advertisement

ঘটনার সূত্রপাত, আইলিগ শেষ হওয়ার পর থেকে। সেইসময় লিগ টেবিলের শীর্ষে থাকলেও চার্চিল ব্রাদার্সকে বিজয়ী বলে ঘোষণা করেনি ফেডারেশন। তাঁদের যুক্তি ছিল, আইলিগে ইন্টার কাশীর বিরুদ্ধে একটি ম্যাচে নামধারী এফসি নিয়ম ভেঙে ফুটবলার মাঠে নামানোয় বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ। সেই তদন্ত শেষ না হওয়া অবধি আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা করবে না ফেডারেশন। পরবর্তীকালে, ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে ওই ম্যাচ থেকে তিন পয়েন্ট ও তিন গোল দেওয়া হয় ইন্টার কাশীকে। সিদ্ধান্তের প্রতিবাদে ফেডারেশনের আপিল কমিটিতে আবেদন করে নামধারী এফসি। এরপরেই শুরু হয় চূড়ান্ত নাটক। নামধারী এফসির দাবি মেনে শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় আপিল কমিটি। সেই সিদ্ধান্তের প্রতিবাদ করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয় ইন্টার কাশী শিবির। তার মধ্যে চার্চিলকে বিজয়ী ঘোষণা করে গোয়ায় গিয়ে তাঁদের হাতে ট্রফিও তুলে দিয়ে আসে এআইএফএফের কর্মকর্তারা।

Advertisement

কিন্তু, ফেডারেশনের রায় খারিজ করে ক্রীড়া আদালত সেইসময় জানিয়েছিল বিচার ব্যবস্থা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত আইলিগের বিজয়ী ঘোষণা করা যাবে না। তবে প্রথম দফার এই রায়ে ইন্টার কাশীকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়নি। অবশেষে শুক্রবার দ্বিতীয় এবং শেষ দফার রায় ক্রীড়া আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইন্টার কাশীকেই আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করতে হবে। ক্যাসের এই রায়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেল চার্চিল ব্রাদার্স।

Advertisement