• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কোয়ার্টার ফাইনালে এইচ এস প্রণয়

ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করে নিলেন প্রথম ভারতীয় শুটলে হিসেবে এইচ এস প্রণয়।

ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করে নিলেন প্রথম ভারতীয় শুটলে হিসেবে এইচ এস প্রণয়।

যখন বাকি ভারতীয় শাটলাররা টুর্নামেন্ট থেকে একের পর এক খালি হাতে ফিরছেন তখন একাই লড়াই চালিয়ে গেলেন প্রণয়। ২৯ বছরের এই কেরালা র শাটলার নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

Advertisement

মাত্র ৪১ মিনিটে তিনি জয় তুলে নেন দ্বিতীয় রাউন্ডের খেলায়। তিনি হারিয়ে দেনদেন এনজি লং কে। খেলার ফলাফল ২১-১১, ২১-১৮ গেমে।

Advertisement

এখন প্রণয় বিশ্ব ব্যাডমিন্টন রাঙ্কিং এ ১২ তম স্থানে রয়েছেন। প্রণয় তার বিপক্ষে বিরুদ্ধে এই নিয়ে মোট চারবার জয় তুলে নিলেন।

Advertisement