• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

একদিনের ক্রিকেটে জোড়া নজির হর্ষিত ও জাদেজার

নিজের স্পিন ভেলকিতে ইংল্যান্ডের তিনজন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছেন। তিনি ৯ ওভারে মাত্র ২৬ রান দিয়েছেন।

ফাইল চিত্র

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দাপট দেখিয়ে ৪-১ ব্যবধানে ভারত জিতেছে। স্বাভাবিকভাবেই এই জয়ের ফলে ভারতীয় দলের ক্রিকেটাররা অনেক বেশি আত্মবিশ্বাসী। তাই একদিনের ক্রিকেটে সেই ভাবনাতেই লড়াই করছে রোহিত শর্মারা। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই বৃহস্পতিবার নজর কাড়লেন হর্ষিত রানা। হর্ষিত ও রবীন্দ্র জাদেজা দু’জনেই ইংল্যান্ডের শিবিরে আঘাত হেনে তিনটি করে উইকেট তুলে নিয়েছেন। আবার এই দুই বোলার নজির গড়েও ফেললেন প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে।

২৩ বছর বয়সী হর্ষিত রানা অভিষেক ম্যাচেই তিনটি উইকেট নিয়ে রেকর্ড গড়লেন তারকা বোলার মহম্মদ শামির হাত থেকে ক্যাপ পান তিনি। শুরুটা খুব একটা ভালো হয়নি। বয়স কম বলেই তাঁর অভিজ্ঞতা এখনও বড় আকারে প্রকাশ করতে পারেননি। তবে নিজেকে ধীরে ধীরে বড় ম্যাচে খেলার মানসিকতাকে তৈরি করে বল করতে শুরু করেন দ্বিতীয় ধাপে। তখনই প্রকাশ পেয়েছে তাঁর পরিপক্কতা। ফিল সল্টের বিরুদ্ধে হর্ষিত ২৬ রান দিয়েছিলেন এক ওভারে। তাতেও তিনি মুষড়ে পড়েননি। তারপরেই হাত ঘুরিয়ে তিনি যেভাবে নিজেকে প্রকাশ করলেন, তা অবশ্যই প্রশংসা করার মতো। ৫৩ রান দিয়ে তিনটি উইকেট দখল করে নেন। বরং সাত ওভার বল করে তিনি ইতিহাস গড়ে ফেললেন। গত বছর পার্থে প্রথম টেস্ট ইনিংসে তিনটি উইকেট নিয়েছিলেন। আবার ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে তিনটি উইকেট পেলেন। তাই প্রথম দু’টি ফর্ম্যাটে খেলতে নেমে তিনটি করে উইকেট পাওয়ার দক্ষতা আর কারও ছিল না।

আবার অন্যদিকে বোলার রবীন্দ্র জাদেজা ক্রিকেট জীবনের সায়াহ্নে এসেও রেকর্ড গড়ে ফেললেন। নিজের স্পিন ভেলকিতে ইংল্যান্ডের তিনজন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছেন। তিনি ৯ ওভারে মাত্র ২৬ রান দিয়েছেন। তার মধ্যে অবশ্যই ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান জো রুটকে আউট করা। এই ম্যাচে ২০১৩ সালে তিনি ঠিক এইভাবেই ফেরত পাঠিয়ে দিয়েছিলেন প্যাভিলিয়নে জো রুটকে। আর এবারে জেকব বেথেলকে আউট করে ইতিহাস গড়ে ফেললেন রবীন্দ্র জাদেজা। বেথেল ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে ৪১তম শিকার। ভারত ও ইংল্যান্ডের একদিনের ম্যাচে এত উইকেট পাওয়ার নজির কারও নেই। এর আগে এতদিন নজিরটা ধরে রেখেছিলেন জেমস অ্যান্ডারসন। সেই নজিরকে টপকে এখন নতুন নজির গড়লেন জাদেজা। রবীন্দ্র জাদেজা ও হর্ষিত রানার দুরন্ত বোলিংয়ের কাছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা সেইভাবে নিজেদের উইকেটে ধরে রাখতে পারেননি। ইংল্যান্ড ২৪৮ রানে ই ইনিংস শেষ করে। অবশ্যই এর জন্য প্রশংসা করতে হবে ভারতের দুই বোলার হর্ষিত রানা ও রবীন্দ্র জাদেজার।