একদিনের ক্রিকেটে ভারতীয় দল নিজেদের দখলে সিরিজ তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়ে। তারপরেই ৫ ম্যাচে টি-২০ ক্রিকেট শুরু হয়েছে মঙ্গলবার থেকে। ভারত ও দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচকে ঘিরে কটক শহরে উন্মাদনার পারদ যেভাবে চোখে পড়েছে তা অবশ্যই অভাবনীয়। এ দিন দক্ষিণ আফ্রিকা দল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় দলে ফিরে এসেছেন টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। চোটের কারণে বেশ কিছুদিন তিনি মাঠের বাইরে ছিলেন। তবে শুভমন গিল দলে ফিরলেও প্রথম টি-২০ ম্যাচে ভালো খেলতে পারলেন না। অভিষেক শর্মা ও শুভমন খেলা শুরু করেন ভারতের হয়ে। শুভমন মাত্র ৪ রান করেই প্যাভেলিয়নে ফেরত যান। তিনি নুঙ্গি নিধির বলে মার্কো জানসেনের হাতে ক্যাচ দেন।
মাঠে আসেন অধিনায়ক সূর্য কুমার যাদব। সূর্য কুমার বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। দলের ১৭ রানের মাথায় তিনি আউট হন। সেই নুঙ্গির বলে সূর্য কুমার ক্যাচ তুলে দেন এইডেন মার্করামের হাতে। ভারতীয় দল বেশ চাপে পড়ে যায়। অভিষেকের সঙ্গে এবারে জুটি বাঁধেন তিলক ভার্মা। কিছুটা সময় তাঁরা স্বচ্ছন্দে খেলেন। কিন্তু দলের ৪৮ রানের মাথায় অভিষেক আউট হন লুথোর বলে জানসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে। এবারে মাঠে নামেন অক্ষর প্যাটেল। দু’জনেই বেশ শক্তহাতে ব্যাট করতে থাকেন। কিন্তু দলের ৭৮ রানে তিলক ভার্মা আউট হন। তাঁর ব্যাট থেকে আসে ২৬ রান। এই রান করার ফাঁকে তিনি দুটি বাউন্ডারি ও একটি ছক্কা মারেন।
Advertisement
হার্দিক পাণ্ডিয়া অক্ষর প্যাটেলের সঙ্গে বেশ ভালো খেলেন। ১০০ রানে গণ্ডি পার করেন ভারতীয় দলের হয়ে। অক্ষর প্যাটেল লুথোর বলে ডোনোভ্যানের হাতে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফেরত যান। তিনি ২৩ রান করেন। হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে জুটি বাঁধেন শিবম দুবে। শিবম উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি। ১৩৭ রানে ভারতের ছয়টি উইকেট হারাতে হয়। শিবম ডোনোভ্যানের বলে বোল্ড আউট হয়ে প্যাভেলিয়নের দিকে পা বাড়ান। মাঠে আসেন জিতেন শর্মা। হার্দিক পাণ্ডিয়া ভারতীয় দলের হয়ে একা লড়াই করলেন। শেষ পর্যন্ত তিনি ৫৯ রানে অপরাজিত থাকেন। তাঁর ব্যাটে ঝোড়ো ইনিংস দেখতে পাওয়া যায়। মাত্র ২৮ বলে ৫৯ রান করেন। আর জিতেন শর্মা ১০ রানে অপরাজিত। ভারত নির্দিষ্ট ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান করেছে। দক্ষিণ আফ্রিকার সামনে ১৭৬ রানের টার্গেট রাখল ভারত।
Advertisement
Advertisement



