• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

লাল-হলুদ শিবিরে হামতে

আইএসএলের আসরে খেলতে নামার আগে শক্তিশালী দল তৈরি করে ফেলছে এসসি ইস্টবেঙ্গল। একের পর এক প্রতিভাবান ফুটবলারকে সই করিয়ে নিচ্ছে তারা।

ইস্টবেঙ্গল ক্লাব (Photo:SNS)

আইএসএলের আসরে খেলতে নামার আগে শক্তিশালী দল তৈরি করে ফেলছে এসসি ইস্টবেঙ্গল। একের পর এক প্রতিভাবান ফুটবলারকে সই করিয়ে নিচ্ছে তারা। ইতিমধ্যে বুধবার লাল হলুদ শিবিরে নতুন কোচের নাম ঘােষণা করেছে।

এবার বৃহস্পতিবার প্রতি শ্ৰতিবান মিডফিল্ডার লালরিনলিয়ানা হামতেকে এক বছন্ত্রে চুক্তিতে দলে সই করিয়ে নিল লাল হলুদ শিবির। এরফলে মাঝমাঠে অনেক শক্তি বাড়বে ইস্টবেঙ্গলের।

Advertisement

ইস্টবেঙ্গল দলে যােগ দেওয়ার পর এই প্রতিশ্রুতিবান মিডফিল্ডার বলেন, ‘এত বড় ক্লাবের হয়ে খেলার স্বপ্নপূরণ হয়েছে। আমার মত তরুণ ফুটবলারের প্রতি আস্থা রেখে তারা যেভাবে আমাকে সুযােগ করে দিয়েছে এবং আস্থা রেখেছেন তার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমার ওপর তারা যে ভরসা রেখেছে সেই ভরসা আমি পূরণ করতে চাই যদি মাঠে নেমে খেলার সুযােগ পাই’।

Advertisement

Advertisement