হাবাসের কঠোর অনুশীলনে সবুজ-মেরুন ফুটবলাররা

Written by SNS April 20, 2024 12:53 pm

নিজস্ব প্রতিনিধি— এখন অপেক্ষা আইএসএল ফুটবলে শেষ ছয় দলের লড়াইয়ের ছবিটা কেমন হবে৷ লিগ টেবলে সবার উপরে স্থান পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস আর দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি৷ নিয়ম অনুসারে লিগের প্রথম দু’টি দল সরাসরি সেমিফাইনালে খেলবে৷ আর সেমিফাইনাল খেলা হবে ডবল লেগে৷ প্রথম ছয় দলের মধ্যে চারটি দল পরস্পর মুখোমুখি হবে এবং সেই চারটি দলের মধ্যে দু’টি দল শেষ চারে খেলার ছাড়পত্র পাবে৷ অর্থাৎ একে অপরের বিরুদ্ধে যে জিতবে, সেই দলই চলে যাবে সেমিফাইনালে৷ মোহনবাগানের প্রথম সেমিফাইনাল ম্যাচ আগামী ২৩ এপ্রিল৷ কিন্ত্ত মোহনবাগানের বিরুদ্ধে কারা খেলবে, তা শুক্রবারের ফলাফলের উপরেই নির্ভর করছে৷ শুক্রবারের খেলা ওড়িশা এফসি বনাম কেরল ব্লাস্টার্স৷ অবশ্য প্রথম সেমিফাইনাল ম্যাচটি মোহনবাগানকে খেলতে হবে অ্যাওয়ে মাঠে৷ আর দ্বিতীয় লেগের খেলাটি হবে যুবভারতী ক্রীড়াঙ্গণে৷ আগামী ২৮ এপ্রিল মোহনবাগানের খেলা৷ এদিকে সেমিফাইনাল ম্যাচকে পাখির চোখ করে কোচ হাবাস খেলোয়াড়দের কাছে বার্তা দিয়েছেন, লিগে কী ঘটনা ঘটেছে, তার সব এখন অতীত৷ আমাদের লক্ষ্য থাকবে, ভারতসেরা দল হিসেবে মোহনবাগানের নাম খোদাই করা৷ সেই কারণে অনুশীলনের উপরে বিশেষ জোর দিয়েছেন কোচ৷ অনেক ফুটবলার বলেছিলেন, কয়েকদিনের জন্য তাঁদের ছুটি দেওয়া হোক৷ কিন্ত্ত কোচ হাবাস কোনও সায় দেননি ছুটির ব্যাপারে৷

তাই অত্যন্ত সিরিয়াস এই ব্যাপারে কোচ হাবাস৷ শুক্রবার থেকে জোরদার অনুশীলন শুরু করে দিয়েছেন কোচ৷ খেলোয়াড়দের পুরোপুরি ফিট রাখার জন্য সবরকম প্রয়াস নিয়েছেন৷ লিগের খেলা একরকম আর নকআউট পর্যায়ের খেলার চরিত্রটা একেবারে ভিন্নধর্মী৷ তখন সবাইকে সবদিক দিয়ে সচেতন থাকতে হয়৷ আবার এটাও মনে রাখতে হবে, ডবল লেগ সেমিফাইনাল খেলা৷ একটা ম্যাচ জিতে থাকলে হবে না, দুটো ম্যাচই জিততে হবে৷ তাহলেই ফাইনালে খেলার ছাড়পত্র পাওয়া যাবে৷ আবার এটাই ঠিক, নিজের মাঠে খেলা আর অন্য রাজ্যে গিয়ে খেলার মধ্যে বিস্তর ফারাক রয়েছে৷ নিজের মাঠে খেলার অর্থ সমর্থকদের উৎসাহ৷ সেই উৎসাহকে হাতিয়ার করে ফুটবলাররা সেরা খেলা উপহার দেন৷ আর এই খেলা থেকে তখন জয়ের ছবিটা দেখতে পাওয়া যায়৷ এবার মোহনবাগানকে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ ভিন রাজ্যে গিয়ে খেলতে হবে৷ মোহনবাগান যদি ফাইনাল খেলার সুযোগ পেয়ে যায়, সেখানেও কিন্ত্ত বাড়তি সুবিধা পাবে৷ কারণ হল, ৪ মে ফাইনাল খেলা যুবভারতী ক্রীড়াঙ্গণে হওয়ার সম্ভাবনা রয়েছে৷

মোহনবাগান দলের বিশ্বকাপার পেত্রাতোস মুখিয়ে রয়েছেন জয় দেখার জন্য৷ যদি তিনি ফাইনালে বাজিমাত করতে পারেন, তাহলে তাঁর কাছে একটা নতুন দিক উন্মোচন হবে৷ আবার লিস্টন কোলাসো, মনবীর সিং ও শুভাশিস বসুরাও অঙ্গীকার নিয়েছেন দ্বিতীয়বারের জন্য মোহনবাগানকে ভারতসেরা দল হিসেবে চিহ্নিত করতে৷ দ্বিতীয় পর্বের সেমিফাইনাল ম্যাচে টিকিট বিক্রি শুরু করে দিল মোহনবাগান৷ মোট ৬২ হাজার টিকিট বিক্রি করা হবে৷ আগামী ২৩ এপ্রিল থেকে ম্যাচের দিন সকাল পর্যন্ত মোহনবাগান মাঠ ও যুবভারতী ক্রীড়াঙ্গণ থেকে ফুটবলপ্রেমীরা টিকিট কাটতে পারবেন৷ টিকিটের দাম করা হয়েছে ৫০ ও ১০০ টাকা৷

এদিকে, স্বামী বিবেকানন্দ অনুর্ধ্ব ২০ জাতীয় ফুটবল প্রতিযোগিতা থেকে বাংলা বিদায় নিল৷ শুক্রবার ছত্তিশগড়ের রামকৃষ্ণ মিশনের মাঠে বাংলা মুখোমুখি হয়েছিল কর্নাটকের বিরুদ্ধে৷ কর্নাটক ১-০ গোলে হারিয়ে দেয় বাংলা দলকে৷