• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পণের দাবিতে সোনাজয়ী বক্সারের ওপর অত্যাচার

ভারতীয় ন্যায় সংহিতার ৮৫ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। এই ধারা অনুসারে কোনও মহিলার উপর তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির অত্যাচারের অভিযোগ করা হয়।

ফাইল চিত্র

অর্জুন পুরস্কারপ্রাপ্ত তথা প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন মহিলা বক্সার সোয়াতি বোরা তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। সোয়াতি জানিয়েছেন, পণের দাবিতে তাঁকে নাকি প্রতিদিন অত্যাচারিত হতে হয়। প্রসঙ্গত, সোয়াতির স্বামী দীপক হুডাও একজন অ্যাথেলিট। এশিয়ান গেমসের কাবাডিতে তিনি ব্রোঞ্জ পদক জয় করেছেন।

জানা গিয়েছে, ২০২২ সালে দীপক এবং সোয়াতির বিয়ে হয়েছিল। হরিয়ানার হিসারে তাঁরা বসবাস করেন। প্রসঙ্গত, সোয়াতির পাশাপাশি দীপককেও অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে।  বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) হিসার মহিলা থানার SHO সীমা জানিয়েছেন, ‘গত ২৫ ফেব্রুয়ারি সোয়াতি বোরা তাঁর স্বামী দীপক হুডার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।’

Advertisement

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘আমরা ইতিমধ্যে দীপক হুডাকে এই মর্মে ২-৩ বার নোটিশ পাঠিয়েছি। কিন্তু, তিনি কোনও জবাব দেননি।’ এদিকে সংবাদসংস্থা পিটিআই-এর পক্ষ থেকে এই কাবাডি খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সেইসময় দীপক জানিয়েছিলেন যে শারীরিক অসুস্থতার কারণে থানায় যেতে পারেননি। তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে মেডিক্যাল সার্টিফিকেট জমা করেছি। পরবর্তী একটি তারিখের জন্য আবেদনও করেছি। আমি অবশ্যই থানায় যাব। কিন্তু, স্ত্রীর বিরুদ্ধে আমি কোনও নেতিবাচক মন্তব্য করতে চাই না। ওঁর সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া হচ্ছে না।’

Advertisement

এরপর সোয়াতির সঙ্গেও ওই সংবাদ সংস্থা যোগাযোগ করেছিল। কিন্তু, এই ব্যাপারে তিনি কোনও মন্তব্য করতে চাননি।
হিসার মহিলা থানার SHO আরও জানিয়েছেন যে সোয়াতি অভিযোগ, আরও বেশি পণের দাবিতে তাঁর উপর শারীরিক অত্যাচার এবং মানসিক নির্যাতন করা হত। এমনকী, একটি বিলাসবহুল গাড়ির দাবি করা হয়েছিল। সেটা দেওয়ার পরও অত্যাচার কমেনি। দীপক নাকি তাঁকে মারধর করতেন। পাশাপাশি আরও টাকার দাবি করতেন।

ইতিমধ্যে ভারতীয় ন্যায় সংহিতার ৮৫ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। এই ধারা অনুসারে কোনও মহিলার উপর তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির অত্যাচারের অভিযোগ করা হয়।

প্রসঙ্গত, দীপক হুডা ২০২৪ হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়াই করলেও, জিততে পারেননি। ২০১৬ সালে সাউথ এশিয়ান গেমসে ভারতের সোনাজয়ী কাবাডি দলের সদস্য ছিলেন তিনি। এর পাশাপাশি প্রো কাবাডি লিগেও তিনি অংশগ্রহণ করেছেন।

Advertisement