ইংল্যান্ড সফরের আগে বড়ো ধাক্কা ভারতীয় শিবিরে। সূচি বিভ্রাটে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও মাঠে নামা হচ্ছে না সদ্য দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক শুভমান গিলের। আসলে, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচটি হওয়ার কথা আগামী ৬ জুন। অন্যদিকে, আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন। প্লে-অফের যোগ্যতা অর্জন করা গিলের গুজরাট টাইটান্স যদি ফাইনালে উঠে তাহলে সেই ম্যাচ খেলে দু’দিনের মধ্যে ইংল্যান্ডে ভারতীয় দলের সাথে যোগ দেওয়া তার জন্য যথেষ্ট চাপের হয়ে যাবে। আইপিএল ফাইনাল খেলেই দুদিনের মধ্যে টেস্ট ম্যাচের মতো ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে খেলতে নামলে চোট-আঘাতের একটা ঝুঁকিও থাকবে। তাই সবদিক বিবেচনা করে বোর্ডের একাংশ তাকে ইংল্যান্ড সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বলেই জানা যাচ্ছে।
আগামী ২০ জুন থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শুরু থেকেই পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে পারেন। বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের এক কর্তা জানান, বোর্ড আইপিএলের পর দীর্ঘ ৪৬ দিনের ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন সিরিজের আগে অধিনায়ক শুভমান গিলকে পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। আসলে বোর্ডকর্তারা চাইছেন গিলের ওপর থেকে বাড়তি চাপ কমাতে। কারণ, বর্তমানে অধিনায়ক হিসেবে গিলের উপর দায়িত্ব অনেক। তাই এক্ষেত্রে তার যাতে কোনোরকম সমস্যা না হয় সেটাই দেখবার বিষয়। তাই বোর্ডের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।