• facebook
  • twitter
Monday, 28 July, 2025

প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবসে ফুটবল

মোহনবাগান মাঠে বিজয়ী দলের হয়ে গোল করেছেন দীপেন্দু বিশ্বাস, আমিদ হোসেন ও সঞ্জয় মাঝি। প্রেস ক্লাবের হয়ে গোল করেন কিংশুক প্রামাণিক ও সুমন্ত সাহা।

নিজস্ব চিত্র

প্রেস ক্লাব কলকাতা ৮১তম প্রতিষ্ঠা দিবসে এক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল প্রাক্তন ভারতীয় একাদশ ও প্রেস ক্লাব একাদশ। প্রাক্তন ভারতীয় একাদশ ৩-২ গোলে প্রেস ক্লাবকে পরাস্ত করে। মোহনবাগান মাঠে বিজয়ী দলের হয়ে গোল করেছেন দীপেন্দু বিশ্বাস, আমিদ হোসেন ও সঞ্জয় মাঝি। প্রেস ক্লাবের হয়ে গোল করেন কিংশুক প্রামাণিক ও সুমন্ত সাহা।

ভারতীয় দলের হয়ে খেলেছেন মানস ভট্টাচার্য, জগদীশ ঘোষ, অমিত ভদ্র, বিদেশ বোস, কবীর বোস, অলোক দাস, প্রশান্ত চক্রবর্তী, কৃষ্ণেন্দু রায়, অমিত দাস, সুমিত মুখার্জি ও দেবাশিস পাল চৌধুরী সহ এক ঝাঁক প্রাক্তন ফুটবলার। ক্লাব তাঁবুতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপন হয়। সাংবাদিকরা শুধু খবর করেন না, মাঠে নেমেও খেলতে জানেন। কখনও মনে হয়নি মাঠ থেকে এঁরা দুরে থাকেন। সাংবাদিকদের খেলা দেখে অনেকেই অভিভূত। উপস্থিত ছিলেন তারিক চয়ন, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের ফার্স্ট
সেক্রেটারি (প্রেস)।