ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশন, ওয়েস্টবেঙ্গল বডি বিল্ডিং আন্ড ফিজিক আসোসিয়েশন ও হেবিট স্পোর্টস ফেস্টিভ্যালের যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে পুরুষ ও মহিলাদের বডি বিল্ডিং প্রতিযোগিতা। আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি নজরুল মঞ্চে এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।
সোমবার, কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক বৈঠকে সংস্থার সভাপতি স্বপন ব্যানার্জি বলেন, শরীরীচর্চার মধ্যে দিয়ে যেকোনও মানুষ সুস্থ থাকতে পারেন। একটাসময় বডি বিল্ডিংয়ে বাংলার সুনাম ছিল। সেই ধারাকে আবার নতু করে প্রকাশ করার জন্য চেষ্টায় কোনও ত্রুটি নেই।
Advertisement
এই প্রতিযোগিতায় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেবেন। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন তুষার শীল, জয়ন্ত গুহ, অরূপ মুখার্জি, স্বাগতা মুখার্জি ও চেতন মনোহর পাথরে।
Advertisement
Advertisement



