২০২৪ সালে কেকেআরকে আইপিএল খেতাব জেতানোর পরেই দল ছেড়েছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। যোগ দিয়েছিলেন পাঞ্জাব কিংসে। চ্যাম্পিয়ন হওয়ার পরেই আচমকা এই দল ছাড়ার কারণ নিয়ে এতদিন বিশেষ মুখ খোলেননি তিনি। তবে, এবার কার্যত হতাশার সুরেই প্রাক্তন নাইট অধিনায়ক বলেন, দলকে চ্যাম্পিয়ন করে যে সম্মানটা পাবেন ভেবেছিলেন সেটা তিনি পাননি। এরপরেই শ্রেয়স বলেন, নিজের কাজটা সর্বোচ্চ সততার সঙ্গে করার পরও কেউ গুরুত্ব না দিলে খারাপ অবশ্যই লাগে। অভিমানী শ্রেয়স আরও জানান, অধিনায়ক এবং ক্রিকেটার হিসাবে তাঁর অনেক কিছু দেওয়ার আছে। আর এক্ষেত্রে যদি প্রাপ্য সম্মান পান, তাহলে দলের জন্য সবকিছু করতে রাজি তিনি। পাঞ্জাবে সেই সম্মানটাই পেয়েছেন বলেও জানাতে ভুললেন না আইপিএল জয়ী এই অধিনায়ক। শ্রেয়স বলেন, পাঞ্জাব দলের ক্রিকেটার, কোচ, ম্যানেজমেন্ট-প্রত্যেকেই তাঁর পাশে সবসময় থেকেছে।
নিজের প্রাক্তন দল কেকেআরের বিষয়ে বলতে গিয়ে শ্রেয়স বলেন, কেকেআরে থাকাকালীন তিনি দল সংক্রান্ত আলোচনায় থাকতেন। কিন্তু, দলে তাঁর কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না। অপরদিকে, নিজের বর্তমান দল পাঞ্জাব কর্তৃপক্ষের প্রশংসা করে শ্রেয়স বলেন, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর যখন প্রথম পাঞ্জাব দলে যোগ দেন, তখন সকলে তাঁর অভিজ্ঞতা জানার জন্য উদগ্রীব হয়েছিল। তাঁর মতে, পাঞ্জাব ম্যানেজমেন্ট চেয়েছিল, দলের স্বার্থে তিনি যেন গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। যা মাঠের ভিতরে এবং বাইরে তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়িয়েছে বলে মনে করেন শ্রেয়স। একইসঙ্গে, তিনি আরও বলেন, দলের প্রত্যেক বৈঠকে তিনি সবসময় থেকেছেন, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। সবমিলিয়ে, পাঞ্জাবের হয়ে অধিনায়কের দায়িত্বটা তিনি যে বেশ উপভোগ করছেন, তা শ্রেয়সের কথা থেকেই স্পষ্ট।



