• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অবসর নেওয়ার পরেও অশ্বিন নতুন কীর্তি গড়তে চলেছেন

বিষয়টা আদৌ সহজ হবে না। কারণ ডিসেম্বরে শুরু হতে চলা বিবিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যেই নিজেদের ‘পার্স’ খরচ করে ফেলেছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন কয়েকদিন আগেই আইপিএল ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন। শুধু তাই নয়, অন্যান্য ফর্ম্যাটের ক্রিকেটেও তিনি আর খেলবেন না আগেই বলেছেন। কিন্তু ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে অশ্বিন কী করবেন, এই নিয়ে ক্রিকেট মহলে অনেক প্রশ্ন উঠেছে। প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অশ্বিনের ভাবনাকে গুরুত্ব দিতে হবে। তাই রবিচন্দ্রন অশ্বিন আগামী দিনে ভারতে নয়, অস্ট্রেলিয়ায় নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। শোনা গেছে, বিগ ব্যাশ লিগে খেলার জন্য ইতিমধ্যেই তাঁর কাছে অনুরোধ চলে এসেছে। যদি রবিচন্দ্রন অশ্বিন ৩৮ বছর বয়সে এই ক্রিকেট লিগে খেলতে যান, তাহলে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি নজির গড়বেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ নাকি ইতিমধ্যেই অশ্বিনের সঙ্গে কথা বলতে শুরু করেছেন। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে তিনি বলেছেন, “অশ্বিনের মতো স্বনামধন্য প্লেয়ারকে বিবিএলে পেলে আমাদের অনেক দিক থেকে লাভ হবে। ও চ্যাম্পিয়ন ক্রিকেটার। ওর আগমনে বিগ ব্যাশ লিগ আরও সমৃদ্ধ হবে।” অশ্বিনও নাকি জানিয়েছেন তিনি এই বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলা শুরু করেছেন।

Advertisement

তবে বিষয়টা আদৌ সহজ হবে না। কারণ ডিসেম্বরে শুরু হতে চলা বিবিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যেই নিজেদের ‘পার্স’ খরচ করে ফেলেছে। অশ্বিনকে কেনার খরচও নেহাৎ কম হবে না। ফলে কীভাবে সমাধানসূত্র পাওয়া যায়, সেই চেষ্টা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সব ঠিকঠাক চললে মেলবোর্নের দলে খেলতে পারেন অশ্বিন। বিবিএল’ও যথেষ্ট আগ্রহী প্রাক্তন ভারতীয় অফস্পিনারকে নিয়ে। কারণ ভারতীয় তারকারা বিগ ব্যাশে খেলেন না। আর প্রথম ভারতীয় হিসেবে অশ্বিন খেললে এদেশে অজিলিগের জনপ্রিয়তাও বৃদ্ধি পাবে। আগে শোনা গিয়েছিল, অশ্বিন পরবর্তী সময়ে ইংল্যান্ডে চলে যেতে পারেন এবং দ্য হান্ড্রেড লিগে অংশ নেবেন। কিন্তু সেই অঙ্ক এখন বদলে গেছে। তিনি যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় যাওয়া নিয়ে রবিচন্দ্রন অশ্বিন এমন কোনও বার্তা দেননি, যা সত্যিই এই ঘটনা ঘটতে চলেছে।

Advertisement

এ বিষয়ে অশ্বিনের পক্ষ থেকে সরাসরি এখনও কোনও প্রতিক্রিয়া যায়নি। অশ্বিন কখনও ক্রিকেট খেলা নিয়ে হতাশ হতে চান না। তাঁর মনে কোনও অনুশোচনা নেই। তবে তাঁর জীবন বলতেই ক্রিকেট। ক্রিকেট নিয়েই তাঁর ভালোবাসা এবং আনন্দের মুহূর্ত তৈরি হয়।

Advertisement