দু’বার হলুদ কার্ড দেখেও মাঠে রইলেন এমিলিয়ানো মার্তিনেস

Written by SNS April 20, 2024 12:50 pm

বুয়েন্স এয়ার্স– বিশ্বকাপ জেতার পর বেশকিছু দিন শান্ত ছিলেন তিনি৷ আবার আলোচনায় এমিলিয়ানো মার্তিনেস৷ দলকে ইউরোপা লিগের সেমিফাইনালে তুললেন৷ তবে তার আগে নাটক কম ছিল না৷ দু’বার হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টিনার গোলকিপার৷ তবু রেফারি তাঁকে মাঠ থেকে বার করেননি৷ কোন নিয়মে এটা সম্ভব হল তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই৷

এর নেপথ্যে রয়েছে ফুটবলের আইনপ্রণেতা সংস্থা আইএফএবি-র একটি নিয়ম৷ সেখানে ১০.৩ ধারায় স্পষ্ট বলা হয়েছে, কোনও ফুটবলার যদি ম্যাচের নির্ধারিত সময়ে হলুদ কার্ড দেখে থাকেন, তা হলে পেনাল্টি শুটআউটের সময় তা ধরা হবে৷ মার্তিনেস নির্ধারিত সময়ে একটি হলুদ কার্ড দেখেছিলেন৷ পরে টাইব্রেকারের সময় আবার একটি হলুদ কার্ড দেখেন৷ এ ক্ষেত্রে প্রথম হলুদ কার্ডটি তাঁর ক্ষেত্রে ধরা হয়নি৷ তাই রেফারিও তাঁকে মাঠ থেকে বার করে দেননি৷

ইউরোপা কনফারেন্স লিগের ম্যাচে অ্যাস্টন ভিলা টাইব্রেকারে হারিয়েছে লিলেকে৷ ৪-৩ জিতেছে ভিলা৷ গোটা ম্যাচে বিপক্ষের সমর্থকদের বিদ্রুপের শিকার হয়েছেন মার্তিনেস৷ ম্যাচের পর তিনি বলেন, “৩০ মিনিটের পর হলুদ কার্ড দেখানো হয় আমাকে৷ আমরা হারছিলাম তখন৷ রেফারি কেন আমাকে হলুদ কার্ড দেখালেন জানি না৷ আমি বল বয়ের থেকে বল চাইছিলাম৷ তাতেই হলুদ কার্ড দেখানো হল৷”