• facebook
  • twitter
Friday, 5 December, 2025

স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের একবার ছন্দপতন। ম্যাচের ৫২ মিনিট নাগাদ নাসাফের হয়ে ব্যবধান ২-০ করে যান জারিন নরবোয়েভা।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আশা জাগিয়ে শুরু করেও শেষপর্যন্ত খালি হাতেই চীন থেকে ফিরতে হচ্ছে ইস্টবেঙ্গল মহিলা দলকে। রবিবার চীনের হানকু কালচারাল স্পোর্টস সেন্টারে গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের দল পিএফসি নাসাফের কাছে ০-৩ গোলে হেরে গেল অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। ম্যাচ জেতার লক্ষ্যে এদিন খেলার শুরু থেকে জ্যোতি চৌহান-সৌম্যা গুগুলোথদের ওপর চাপ বাড়াতে থাকে উজবেকিস্তানের দলটি। সেই আক্রমণের চাপ থেকে খেলার ১৮ মিনিটে নাসাফের হয়ে প্রথম গোল করে যান দিয়োরাখন খাবিবুল্লায়েভা। গোলটি নিয়ে লাল-হলুদের ফুটবলাররা অফসাইডের দাবি জানালেও ভার প্রযুক্তির সাহায্য নিয়ে গোল নিশ্চিন্ত করেন জাপানি রেফারি ইয়ামাশিতা ইয়োশিম। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরেই আক্রমণের চাপ আরও বাড়াতে থাকে নাসাফ।

এইসময় খেলার ২৫ মিনিট নাগাদ জারিনা মামাতকারিমোভার শট বারে লেগে প্রতিহত হয়। পরের মিনিটেই ফের একবার গুলজোডা আমিরোভার শট পোস্টে ধাক্কা খায়। পরবর্তীকালে, ম্যাচের ৩৯ মিনিট নাগাদ লাল-হলুদ স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুটের লম্বা ফ্রিকিক দুরন্ত দক্ষতার সঙ্গে বাঁচিয়ে দেন নাসাফের গোলরক্ষক মাফতুনা জোনিমকুলোভা। ফলে, প্রথমার্ধে খেলার ফলাফলে আর কোনও পরিবর্তন হয়নি। ১-০ গোলে পিছিয়ে থেকেই সাজঘরে ফেরে ইস্টবেঙ্গল মহিলা দল।

Advertisement

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের একবার ছন্দপতন। ম্যাচের ৫২ মিনিট নাগাদ নাসাফের হয়ে ব্যবধান ২-০ করে যান জারিন নরবোয়েভা। এরপর তারা বেশকিছু আক্রমণ গড়ে তুললেও গোল হচ্ছিল না। ম্যাচের এই অর্ধে গোল পরিশোধ করার মরিয়া চেষ্টা করে রেস্টি নানজিরি-সরিতা ইউনামরা। তাতে অবশ্য লাভ হয়নি। উল্টে খেলার একেবারে শেষলগ্নে (৯০+৮) নাসফের হয়ে তৃতীয় গোলটি করে যান খাবিবুলেভা। এই প্রসঙ্গে বলা যায়, এদিন ড্র করলে বা দু’গোলের কম ব্যবধানে হারলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ছাড়পত্র পেতে পারতো লাল-হলুদ ব্রিগেড। কিন্তু, ০-৩ গোলে হারের ফলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হল তাদের।

Advertisement

Advertisement