গত বছর ইস্টবেঙ্গলের ঘরে একটাই ট্রফি এসেছিল সুপার কাপ। ভুবনেশ্বরে সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল জয় পেয়েছিল মোহনবাগানকে হারিয়ে। তবে, এবারে আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গলের করুণ অবস্থা চোখে পড়েছে। ভুবনেশ্বরে যদি সুপার কাপ জিততে পারে, তাহলে এএফসি কাপ খেলার ছাড়পত্র পেতে পারে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের কাছে অবশ্যই প্রিয় মাঠ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম। তাই কোচ অস্কার ব্রুজোর লক্ষ্য যেভাবেই হোক, সুপার কাপে তাঁরা দুরন্ত খেলা খেলবে।
শুধু খেলা নয়, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে প্রতিপক্ষের বিরুদ্ধে। এবারের সুপার কাপ যেহেতু ভুবনেশ্বরেই হচ্ছে, তাই ইস্টবেঙ্গলের প্রিয় মাঠে বাজিমাত করতে চাইছেন ফুটবলাররা। আগামী ৪ এপ্রিল থেকে লাল-হলুদ ফুটবলাররা অনুশীলনে নেমে পড়বেন। জানা গেছে, আগামী ২১ এপ্রিল থেকে সুপার কাপ ফুটবল শুরু হবে। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। এটা সবারই জানা আছে, সুপার কাপ নকআউট প্রথায় খেলা হয়ে থাকে। হয়তো বৃহস্পতিবারের মধ্যেই কোচ ও সব ফুটবলাররা কলকাতায় পৌঁছে যাবেন।
Advertisement
Advertisement
Advertisement



