• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

দুরন্ত সুয়ারেজ দলকে জেতালেন

ইন্টার মিয়ামি ২-০ গোলে জয় পেল সিনসিনাটি দলের সঙ্গে লড়াই করে

মেজর লিগ সকার ম্যাচে ইন্টার মিয়ামিকে জেতালেন লুইস সুয়ারেজ সিনসিনাটি এফসি-র বিরুদ্ধে। ইন্টার মিয়ামি ২-০ গোলে জয় পেল সিনসিনাটি দলের সঙ্গে লড়াই করে। আর এই খেলায় বুড়ো হাড়ে ভেলকি দেখালেন সুয়ারেজ। গ্যালারিতে বসে সতীর্থ সুয়ারেজের খেলা উপভোগ করলেন লিওনেল মেসি। মেসিহীন দলকে একাই টেনে নিয়ে গেলেন সুয়ারেজ। মেসির অভাবকে সতীর্থ খেলোয়াড়দের বুঝতেই দিলেন না সুয়ারেজ। এই জয়ের ফলে প্লে অফে চলে গেল ইন্টার মিয়ামি দল।

ম্যাচ শুরু হওয়ার ৬ মিনিটের মধ্যে জোড়া গোল করার কৃতিত্ব দেখালেন সুয়ারেজ। একটা সময় সুয়ারেজের দলকে দশজনে খেলতে হয়েছিল। তাতে অবশ্য কোনও অসুবিধায় পড়তে হয়নি সুয়ারেজদের। এর আগে সিনসিনাটি দল ৬-১ গোলে হারিয়ে দিয়েছিল ইন্টার মিয়ামি দলকে। তারই মধুর প্রতিশোধ নিল এবারে ইন্টার মিয়ামি। খেলার শুরুতেই আর্জেন্টিনার মার্সেলোনার বাড়ানো বলে উরুগুয়ের লুইস সুয়ারেজ গোল করতে ভুল করেননি। তার পাঁচ মিনিট বাদে আবার গোল করেন সুয়ারেজ। এবারে সুয়ারেজকে বল বাড়িয়ে দিয়েছিলেন প্যারাগুয়ের ম্যাথিয়াস রোহাস। খেলোয়াড়দের মধ্যে দারুন বোঝাপড়া দেখতে পাওয়া গিয়েছে খেলার প্রতিটি সময়ে। ৩৭ বছর বয়সী ফুটবলার সুয়ারেজের খেলায় কোনও সময়ে ক্ষিপ্রতা কমেনি। তাঁর খেলা দেখে সবাই অভিভূত।

Advertisement

Advertisement

Advertisement