• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

তৃতীয় টেস্ট ঘিরে সংশয়

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝেই করােনার হানায় চিন্তিত সকলে। এখন সিডনিতে তৃতীয় টেস্ট আদৌ অনুষ্ঠিত করা হবে কিনা তা নিয়ে ধােঁয়াশা।

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

আবারও করােনার হানা। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝেই করােনার হানায় চিন্তিত সকলে। এখন সিডনিতে তৃতীয় টেস্ট আদৌ অনুষ্ঠিত করা হবে কিনা তা নিয়ে ধােঁয়াশা দেখা দিয়েছে।

সিডনির নর্দান বিচের দিকে ফের একবার করােনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখনও পর্যন্ত নতুন করে আঠাশ জনের করােন ধরা পড়েছে বলে অস্ট্রেলিয়া বাের্ডের পক্ষ থেকে জানানাে হয়েছে। এরই মধ্যে ব্রডকাস্টিং পার্টনাররা আশঙ্কিত ব্রেট লি সহ ধারাভাষ্যকারকে এবং মিডিয়া টিমের লােকজনদের বাড়ি পাঠাতে শুরু করেছে।

Advertisement

সবার সুরক্ষার স্বার্থেই যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানানাে হয়েছে। ৭ জানুয়ারি থেকে সিডনিতে তৃতীয় টেস্ট। এখন এই টেস্ট আদৌ হবে কিনা তা নিয়ে এখন থেকে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

Advertisement

Advertisement