গত বছর নভেম্বরে অ্যান্ডি ম্যারেকে কোচ হিসাবে নিযুক্ত করেন নোভাক জোকোভিচ। তাঁর সঙ্গে ২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন পর্যন্ত চুক্তি ছিল জোকারের। তবু এত দিন মারেই ছিলেন জোকোভিচের কোচ।
অ্যান্ডি মারেকে কোচের পদ থেকে সরিয়ে দিলেন নোভাক জোকোভিচ। গত বছরের নভেম্বরে তিন বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নকে কোচ হিসাবে নিযুক্ত করেছিলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। প্রত্যাশিত ফল না পাওয়ায় ফরাসি ওপেনের আগেই মারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন জোকোভিচ।
গোরান ইভানোসেভিচ দীর্ঘ দিন জোকোভিচের কোচ ছিলেন। তাঁর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নিজেরই প্রাক্তন প্রতিপক্ষ মারেকে কোচ হিসাবে নিযুক্ত করেন জোকোভিচ। তাঁর সঙ্গে ২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন পর্যন্ত চুক্তি করেছিলেন জোকার। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে সাফল্য না পেলেও ভরসা রেখেছিলেন মারের উপর। চুক্তি শেষ হওয়ার পরও মারেই কোচের দায়িত্বে ছিলেন। কিন্তু একের পর এক প্রতিযোগিতায় ব্যর্থতার পর আর মারের উপর ভরসা রাখতে পারলেন না বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড়।
Advertisement
জোকার বলেছেন, ‘‘ধন্যবাদ, কোচ অ্যান্ডি। কোর্টের ভিতরে এবং বাইরে তোমার সাহায্য পেয়েছি। আমাদের বন্ধুত্বের উপর নির্ভর করে দারুণ উপভোগ করেছি।’’ টেনিসজীবনের কঠিন সময়ে দায়িত্ব নিয়ে পাশে থাকার জন্য মারের প্রশংসায় পঞ্চমমুখ জোকার।
Advertisement
গুরু-শিষ্য বিচ্ছেদের পরও জোকোভিচকে ধন্যবাদ জানিয়েছেন মারে। তিনি বলেছেন, ‘এক সঙ্গে কাজ করার অভাবনীয় সুযোগ দেওয়ার জন্য নোভাককে শুভেচ্ছা।’
২০২৩ এটিপি ট্যুর ফাইনালের পর আর কোনও পেশাদার খেতাব জিততে পারেননি জোকোভিচ। সে বছর তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। ২০২৪ সালে জোকারের উল্লেখযোগ্য সাফল্য বলতে প্যারিস অলিম্পিক্সে সিঙ্গলসে সোনা জয়। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা বেড়ে চলেছে জোকারের। ২০২৫ সালে অধিকাংশ প্রতিযোগিতারই শেষ আটে পৌঁছোতে পারেননি জোকোভিচ। এটিপি ক্রমতালিকায় ছয় নম্বরে রয়েছেন জোকোভিচ।
Advertisement



