• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

কমনওয়েলথ গেমসে নামছেন না দীপা

নিজস্ব প্রতিনিধি- হাঁটুর চোটের জন্য আসন্ন কমনওয়েলথ গেমস থেকে ছিটিকে যেতে হল দীপা কর্মকারকে। তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী মঙ্গলবার এমন কথাই জানালেন। ‘দীপা এখনও পুরোপুরি প্রস্তুত নয় কমনওয়েলথ গেমসে নামার জন্য। তবে দীপা লক্ষ্য রেখেছে এশিয়ান গেমসে খেলার জন্য। প্রতিযোগিতাটি শুরু হচ্ছে ১৮ অগস্ট, চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত’। এমনটাই জানিয়েছেন দীপার কোচ। দীপা রিও অলিম্পিকে

কমনওয়েলথ গেমসে নামছেন না দীপা

নিজস্ব প্রতিনিধি- হাঁটুর চোটের জন্য আসন্ন কমনওয়েলথ গেমস থেকে ছিটিকে যেতে হল দীপা কর্মকারকে। তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী মঙ্গলবার এমন কথাই জানালেন।

‘দীপা এখনও পুরোপুরি প্রস্তুত নয় কমনওয়েলথ গেমসে নামার জন্য। তবে দীপা লক্ষ্য রেখেছে এশিয়ান গেমসে খেলার জন্য। প্রতিযোগিতাটি শুরু হচ্ছে ১৮ অগস্ট, চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত’। এমনটাই জানিয়েছেন দীপার কোচ।

দীপা রিও অলিম্পিকে সবথেকে কঠিক প্রোদুনোভা ভল্ট করে দেখিয়েছিলেন এবং জিমনাস্টদের তালিকায় চতুর্থস্থানে সফর শেষ করেছিলেন। গোল্ড কোস্টে কমনওয়েলথ শুরু হবে ৪ এপ্রিল এবং চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

দীপার কোচ আরও জানান, ‘দীপা ফিট কিন্তু প্রতিযোগিতার জন্য আরও প্রস্তুতির প্রয়োজন। তাই আমি ওঁর কোচ হয়ে কোনও বড় প্রতিযোগিয়ায় অংশ নিতে বলব না’।

২০১৪ সালে গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসাবে মেডেল জয় করেছিল দীপা। পাশাপাশি ২০১৫ সালে এশিয়ান চ্যম্পিয়নশিপে দীপা ব্রোঞ্জ পদকও জয় করেছিল।