• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কোয়ালিফাই করল দীপা

জিম্ন্যাস্টিক বিশ্বকাপে কোয়ালিফাই করল দীপা

দীপা কর্মকার (Photo: IANS)

বাকু (আজারবাইজান), ১৪মার্চ- বৃহস্পতিবার জিম্ন্যাস্টিক বিশ্বকাপে কোয়ালিফাইং রাউন্ডে তৃতীয় হয়ে শেষ করলেন ভারতীয় জিম্ন্যাস্ট দীপা কর্মকার। পঁচিশ বছর বয়সী ২০১৬ সালে রিও অলিম্পিকে চতুর্থ হয়ে প্রতিযোগিতা শেষ করেছিলেন। কোয়ালিফাইং রাউন্ডে দীপা স্কোর করেছে ১৪.৪৬৬ এবং ১৪.১৩৩। তাঁর অ্যাভারেজ ১৪.২৯৯ । কোয়ালিফাইং রাউন্ডে শীর্ষস্থানে শেষ করেছেন আমেরিকার জেড ক্রে এবং দ্বিতীয়স্থানে রয়েছেন মেক্সিকোর অ্যালেক্সা মোরেনো। প্রথম আটজন প্রতিযোগিকে নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার । পাশাপাশি দীপা কর্মকার অংশ নেবেন ব্যালান্সড বিম ইভেন্টে শুক্রবার। ভারতীয় জিম্ন্যাস্টিক ফেডারেশনের শ-সভাপতি রিয়াজ ভাটি জানান , দীপা অসাধারণ পারফর্মেন্স করে  দেখিয়ে দীপা পোডিয়ামে নিজের গলায় পদক ঝোলাবে এবং দীপা অলিম্পিকে কোয়ালিফিকেশন করার দিকে আরো একটা ধাপ এগোবে।’

Advertisement

Advertisement