নেটে লেগ স্পিন বোলিং করলেন ধোনি

Written by SNS February 13, 2018 1:36 pm

সাঙ্গাকারার রেকর্ড ভাঙলেন ধোনি

পোর্ট এলিজাবেথ- হেলিকপ্টার শটই হোক বা রানিং বিটুইন দ্য উয়কেট অথবা চোখের পলকে ফ্লাশিং শট মহেন্দ্র সিং ধোনি বারবার নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন।

বিতর্কিত মতে ক্রিকেট খেলায় তিনিই সেরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মঙ্গলবার সেন্ট জর্জেস পার্কে পঞ্চম একদিনের ম্যাচের আগে ধোনিকে দেখা গেল নেটে ভারতের ব্যাটসম্যানদের লেগ স্পিন বোলিং করছেন।

সেন্ট জর্জেস পার্কের মাঠ স্পিনারদের স্বর্গ বলা হয়। ভারতের ক্রিকেট বোর্ড সোমবার নেটে ধোনি এবং অক্ষর প্যাটেলের ছবি আপলোড করেছে। তাতে ক্যাপশন দেওয়া হয়েছে কিছু বাঁ-হাতি স্পিন বোলিং আর মন্থর লেগস্পিন বোলিং করতে দেখা গেল ধোনি আর অক্ষরকে।

নিজের উইকেটকিপিংয়ের রেকর্ড বাদে একদিনের ম্যাচে ধোনি একটি উইকেটও পেয়েছেন। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজে ড্র্যাভিস ডাওলিনকে আউট করেন ধোনি। চতুর্থ একদিনের ম্যাচে ভারত হারার পর ভারএ মঙ্গলবারের পঞ্চম একদিনের ম্যাচটি জিতে সিরিজ জয় করতে চাইছে।

স্বভাবতই ভারতের নয়জন বোলিংয়ের দিকে এই মাঠে ভারত এর আগে চারটি একদিনের ম্যাচ খেলেছে। এবং সবকটিতেই হেরেছে। সেন্ট জর্জেস পার্কে ভারতীয় ব্যাটসম্যানেরা কখনও সফলতা পায়নি।