• facebook
  • twitter
Wednesday, 18 September, 2024

চারশোর মালিক ধোনি

কেপটাউন- বিরাটের অপরাজিত ১৬০ রান, আর ভারতের জয়। এটা নিয়েই যখন প্রত্যেকের মাথা ব্যাথা তখন কিন্তু প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি উইকেটের পিছনে দাঁড়িয়ে নয়া রেকর্ড গড়ে ফেললেন। তবে, সেটা নিয়ে অতো বেশি চর্চা হয়নি। এবং ধোনিও তেমনিভাবে কিছু বলতে চাননি। তবে, ধোনি ৩১৫ ম্যাচে উইকেটের পিছনে দাঁড়িয়ে চারশোটি আউট করে নয়া রেকর্ড গড়ে ফেললেন।

সাঙ্গাকারার রেকর্ড ভাঙলেন ধোনি

কেপটাউন- বিরাটের অপরাজিত ১৬০ রান, আর ভারতের জয়। এটা নিয়েই যখন প্রত্যেকের মাথা ব্যাথা তখন কিন্তু প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি উইকেটের পিছনে দাঁড়িয়ে নয়া রেকর্ড গড়ে ফেললেন।

তবে, সেটা নিয়ে অতো বেশি চর্চা হয়নি। এবং ধোনিও তেমনিভাবে কিছু বলতে চাননি। তবে, ধোনি ৩১৫ ম্যাচে উইকেটের পিছনে দাঁড়িয়ে চারশোটি আউট করে নয়া রেকর্ড গড়ে ফেললেন।

চারশোটি আউটের মধ্যে রয়েছে স্ট্যাম্পিং (১০৬), ক্যাচ (২৯৪)। মাহির আগে রয়েছে মার্ক বাউচার (৪২৪)। অ্যাডাম গিলিক্রিস্ট (৪৭২) ও কুমার সাঙ্গাকারা শীর্ষে রয়েছেন ৪৮২ টি আউট করে।

তবে, তালিকায় প্রথম তিনিটি স্থানে থাকা ক্রিকেটাররা প্রত্যেককেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ধোনি যেভাবে নিজের খেলা চালিয়ে যাচ্ছেন, আগামীদিনে তিনি যে এই তালিকায় শীর্ষে উঠে আসবেন তা বলাই বাহুল্য।