• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে’ দেবরাজ

ছোটবেলা থেকেই তাঁর নেশা ছিল জাগলিং। মালদহের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সে। ছোটবেলা থেকেই ফুটবল খেলতে ভালবাসে দেবরাজ।

দেবরাজ মল্লিক। নিজস্ব চিত্র

মালদহের ছেলে দেবরাজ মল্লিক নজির গড়ে নাম তুলে নিলেন ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে’। তিনি ১ মিনিটে ১৮৭ বার পায়ে ফুটবল নাচিয়ে এই রেকর্ড গড়লেন। এর আগে কেরলের এক যুবকের রেকর্ড ছিল ১ মিনিটে ১৮২ বার। তা ভেঙে দিলেন দেবরাজ।

ছোটবেলা থেকেই তাঁর নেশা ছিল জাগলিং। মালদহের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সে। ছোটবেলা থেকেই ফুটবল খেলতে ভালবাসে দেবরাজ। পড়াশোনার সঙ্গে এই ফুটবলই তার স্বপ্ন ছিল। তখন থেকেই পায়ে বল নিয়ে জাগলিং করার অভ্যাস হয়েছিল।

Advertisement

Advertisement

Advertisement