• facebook
  • twitter
Friday, 13 September, 2024

উচ্ছ্বসিত শচীন-সেহবাগ

দিল্লি- প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে বিরাতদের দ্বি-পাক্ষিক সিরিজ জয় করার পর খুশির আবহাওয়া এখন ভারতীয় শিবিরে। পাশাপাশি প্রাক্তন ক্রিকেটাররা ভারতীয় খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ। শচীন-সেহবাগ থেকে শুরু করে ভিভিএস লক্ষণ, মহম্মদ কাইফ, আকাশ চোপড়া ও সুরেশ রায়নারা প্রত্যেকেই ভারতীয় দলকে সিরিজ জয়ের অভিনন্দন জানিয়েছেন। চলতি সিরিজের শেষ ম্যাচ শুক্রবার সুপারস্পোর্ট পার্কে। প্রত্যেক ক্রিকেটাররা নিজস্ব ট্যুইটারে ভারতীয়

উচ্ছ্বসিত শচীন-সেহবাগ

দিল্লি- প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে বিরাতদের দ্বি-পাক্ষিক সিরিজ জয় করার পর খুশির আবহাওয়া এখন ভারতীয় শিবিরে। পাশাপাশি প্রাক্তন ক্রিকেটাররা ভারতীয় খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ।

শচীন-সেহবাগ থেকে শুরু করে ভিভিএস লক্ষণ, মহম্মদ কাইফ, আকাশ চোপড়া ও সুরেশ রায়নারা প্রত্যেকেই ভারতীয় দলকে সিরিজ জয়ের অভিনন্দন জানিয়েছেন। চলতি সিরিজের শেষ ম্যাচ শুক্রবার সুপারস্পোর্ট পার্কে।

প্রত্যেক ক্রিকেটাররা নিজস্ব ট্যুইটারে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘একটা অসাধারণ পারফরমেন্স। সারাজীবন এটা ভারতীয় ক্রিকেটের স্বর্নাক্ষরে লেখা থাকবে। আর দলের প্রতিটা খেলোয়াড় প্রমাণিত করেছে, তাঁরা বিদেশের মাটিতে চাইলেই জয়টা তুলে নিতে পারেন’।

পাশাপাশি শচীন তেন্ডুলকর আলাদা করে শতরান করা রোহিত শর্মার সম্বন্ধে বলেন, ‘একটা চাপের মধ্যে থেকে রোহিত যেভাবে শতরানটা করল, সেটা সত্যিই প্রশংসনীয়। আর রোহিতের এই রানটার প্রয়োজন ছিল। ও নিজেকে ব্যর্থতার জাল থেকে বার করতে পারায় আমি ব্যক্তিগতভাবে খুব খুশি’।