• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

কোপা আমেরিকা ফুটবল

চালু হচ্ছে ক্রিকেটের কনকাশন সাব নিয়ম আন্তর্জাতিক ক্রিকেটে কনকাশন সাব প্রচলিত রয়েছে৷ এবার কোপা আমেরিকাতেও একই নিয়ম দেখা যাবে৷ খেলতে খেলতে কোনও ফুটবলারের মাথায় চোট লাগলে সংশ্লিষ্ট ফুটবলারের পরিবর্ত হিসেবে নতুন কাউকে মাঠে পাঠানো হবে৷ দক্ষিণ আমেরিকার ফুটবলের গভর্নিং বডি কনমেবল মঙ্গলবার একথা জানিয়েছে৷ ২০ জুন কোপা আমেরিকার বল গড়াচ্ছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে হবে এবারের টুর্নামেন্ট৷

চালু হচ্ছে ক্রিকেটের কনকাশন সাব নিয়ম

আন্তর্জাতিক ক্রিকেটে কনকাশন সাব প্রচলিত রয়েছে৷ এবার কোপা আমেরিকাতেও একই নিয়ম দেখা যাবে৷ খেলতে খেলতে কোনও ফুটবলারের মাথায় চোট লাগলে সংশ্লিষ্ট ফুটবলারের পরিবর্ত হিসেবে নতুন কাউকে মাঠে পাঠানো হবে৷ দক্ষিণ আমেরিকার ফুটবলের গভর্নিং বডি কনমেবল মঙ্গলবার একথা জানিয়েছে৷

২০ জুন কোপা আমেরিকার বল গড়াচ্ছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে হবে এবারের টুর্নামেন্ট৷ টুর্নামেন্ট চলবে ১৪ জুলাই পর্যন্ত৷ কনমেবল জানিয়ে দিয়েছে, কোপা আমেরিকায় এই কনকাশন সাব নিয়ম চালু হবে৷ তার পরে এই ফুটবল সংস্থা পরিচালিত সব ফুটবল টুর্নামেন্টেই কনকাশন সাব নিয়ম চালু করা হবে৷

এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কনমেবল জানিয়েছে, নিয়ম অনুযায়ী, প্রতিটি দল পাঁচটি করে পরিবর্তন আনতে পারে৷ তবে ফুটবলারের শারীরিক অবস্থার জন্য ষষ্ঠ পরিবর্তন আনতেই পারে সংশ্লিষ্ট দল৷ কনমেবলের তরফে আরও জানানো হয়, মাথায় চোট লাগলে বা কনকাশন হলে অতিরিক্ত সাবস্টিটিউশন করতেই পারে সংশ্লিষ্ট দল৷ এই পরিবর্তন করাতে হলে চতুর্থ অফিসিয়ালকে জানাতে হবে৷ পিঙ্ক কার্ড ব্যবহার করতে হবে৷
মাথায় আঘাতের বেশ কিছু ঘটনার পরে ফুটবলে কনকাশন সাব চালু করার কথা জানায় কয়েকটি সংস্থা৷ ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি ফুটবলের আইনে সেগুলোকে অন্তর্ভুক্ত করেছে৷ তবে নিয়মটি বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিটি প্রতিযোগিতার আয়োজকদের উপর ছেড়ে দেওয়া হয়েছে৷

এদিকে কোপা আমেরিকার জন্য দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে৷ আর্জেন্টিনা সম্প্রতি ২৯ জনের দল ঘোষণা করেছে৷ কোপা আমেরিকার আগে প্রস্তুতি ম্যাচ রয়েছে নীল-সাদা জার্সিধারীদের৷ সেই প্রস্তুতি ম্যাচের পরে তিন জন ফুটবলারকে ছেঁটে ফেলে ২৬ জনের দল ঘোষণা
করা হবে৷