হতাশার চোখে লাল হলুদ শিবিরের প্রধান কোচ অস্কার ব্রুজো বলেই ফেললেন, আর কোনও আশা নেই আইএসএল ফুটবলের প্রথম দুয়ে খেলবার। আসলে গত শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গণে ইস্টবেঙ্গল লজ্জার হারে হারিয়ে গেল চেন্নাইয়িন এফসি-র কাছে। চেন্নাই ৩-০ গোলে ইস্টবেঙ্গলকে উড়িয়ে দিয়ে তাদের প্রাধান্য প্রকাশ করেছে দাপটের সঙ্গে। এই মুহূর্তে ইস্টবেঙ্গল ১৯ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে একাদশ স্থানে অবস্থান করল। সেই কারণে কোচ অস্কার ব্রুজো নতুন করে আইএসএল-কে ভাবতে রাজি হচ্ছেন না। এখন তাঁর লক্ষ্য, এএফসি চ্যালেঞ্জ লিগ। এই খেলার প্রতি বিশেষ নজর দেওয়া ছাড়া আর কোনও পথ নেই। এ ছাড়াও সুপার কাপ আছে।
তবে কোচ অস্কার ব্রুজো চেষ্টা করছেন আইএসএল ফুটবলে পরবর্তী ম্যাচগুলোতে জয় তুলে নিয়ে লিগ টেবলে অত্যন্ত মাঝামাঝি জায়গায় অবস্থান করা। এমনকী দলগঠন নিয়ে তিনি ভুল স্বীকার করে নিয়েছেন। গত ম্যাচের টিমটাকে চেন্নাইয়ের বিপক্ষে নামালে হয়তো ভালো হতো। কোনও রকম অনুশীলন ছাড়া বিদেশি ফুটবলার ‘মেসি’ কে না নামালে ভালো হতো। ডেভিডকে কেন খেলানো হচ্ছে না, ‘এ ব্যাপারে কোনও কথা বলতে চান না কোচ। চোট সারিয়ে কোন কোন ফুটবলার মাঠে নামলেও, খেলার মতন জায়গায় এখনও আসেননি। ফুটবলাররা সেইভাবে পারফরমেন্স দেখাতে ব্যর্থ হয়েছেন। বিপক্ষ দল অনেক বেশি আগ্রাসী ফুটবল খেলেছে। গতি ও আক্রমণে চেন্নাই আমাদের টেক্কা দিয়েছে। ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। এর পরিবর্তন না আনতে পারলে সত্যি পিছিয়ে পড়তে হবে। আমাদের সতর্ক হতে হবে। সমন্বয়ের অভাব রয়েছে। তাই ভুলের খেসারত গুনতে হয়েছে।