• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আজ গোয়ায় এটিকে মোহনবাগান শিবিরে যোগ দিলেন কোচ হাবাস

এটিকে মােহনবাগান শিবিরে যােগ দিচ্ছেন কোচ অ্যান্তোনিও লােপেস হাবাস তার সঙ্গে আসছেন স্প্যানিশ ফুটবলার জাভি হার্নান্দেস, এন্দু গ্রার্সিয়া ও তিরিত্ত।

অ্যান্তোনিও লােপেস হাবাস (Photo: Twitter/@ATKFC)

রবিবারই গােয়ার এটিকে মােহনবাগান শিবিরে যােগ দিচ্ছেন কোচ অ্যান্তোনিও লােপেস হাবাস মাদ্রিদ থেকে হাবাসের সঙ্গে আসছেন স্প্যানিশ ফুটবলার জাভি হার্নান্দেস, এন্দু গ্রার্সিয়া ও তিরিত্ত। আসছেন চার কোচিং স্টাফওঁ।

এরা হলেন সহকারি কোচ মানুপিয়েম,  গােলকিপার কোচ আঙ্লে পিণ্ডাডাে, ফিজিও লুই আলফান্সে মার্তিনেস ও ফিজিক্যাল ট্রেনার আলভারাে রােস বার্ডেন।

Advertisement

তবে গােয়ায় পৌছালেও হাবাসদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সফল কোচ দল তৈরি করবার জন্যে ৪৫ দিন সময় চেয়েছেন। গতবারের চ্যাম্পিয়ন দলের পাঁচ ফুটবলারকে ছেড়ে ছয় ফুটবলারকে নেওয়া হয়েছে এটিকে মোহনবাগান দলে।

Advertisement

Advertisement