ইডেন উদ্যানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামার আগে কোচ গৌতম গম্ভীর কালীঘাট মন্দিরে গিয়েছিলেন এবং পুজো দিয়েছিলেন। ক্রিকেটের নন্দনকাননে হার মেনেছে ভারতীয় দল দক্ষিণআফ্রিকারকাছে। এবার গুয়াহাটি টেস্টের আগে কামাখ্যা মন্দিরে গেলেন ভারতীয় দলের কোচ। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট।
বুধবার কলকাতা থেকে গুয়াহাটি চলে গেছে ভারতীয় দল। এই প্রসঙ্গে বলা যায় চলতি বছরের শুরুতেও কামাখ্যা মন্দিরে গিয়েছিলেন কোচ গম্ভীর। ইংল্যান্ড সফরের আগে কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন তিনি। তারপর ইংল্যান্ড সফরে গিয়ে সিরিজ ২-২ ড্র করে ভারত দেশে ফেরে।
Advertisement
ভারতীয় দলের কোচ গম্ভীর ‘টেম্পল রানে’র জন্য বেশ পরিচিত। ইংল্যান্ড সফরে আগে তিনি গিয়েছিলেন মুম্বইয়ের শ্রীসিদ্ধিবিনায়ক গণপতি মন্দিরে। এর দু’দিন পরেই তাঁকে সপরিবারে দেখা যায় তিরুমালায় ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রার্থনা করতে। কয়েকদিন পরেই তিনি পৌঁছে যান কামাখ্যা মন্দিরে। ভারতীয় দলের কোচ হওয়ার পরে একাধিকবার নানা মন্দিরে দেখা গিয়েছে গম্ভীরকে পুজো দিতে দেখা গিয়েছে।
Advertisement
বলতে দ্বিধা নেই ইডেনে লজ্জার ভারতীয় ব্যাটিং দেখেছেন দর্শকরা। দক্ষিণ আফ্রিকার দেওয়া ১২৪ রানের জবাবে মাত্র ৯৩ রানেই গুটিয়ে গিয়েছে ভারত। এই পরিস্থিতিতে সমালোচনার তীরে বিদ্ধ ভারতীয় দল । ইডেনে চোট পেয়ে মাঠে নামতে না পারায় নেতৃত্ব দেন ঋষভ পন্থ।
গুয়াহাটিতে ২২ নভেম্বর আবারও মাঠে নামবেন ঋষভ পন্থরা। দ্বিতীয় টেস্টে শুভমান গিল হয়তো খেলতে পারবেন না, ফলে টেস্ট শুরুর আগেই ভারত পিছিয়ে আছে।
সবমিলিয়ে দ্বিতীয় টেস্টের আগে গম্ভীরের কপালে চিন্তার ভাঁজ। দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিততে না পারলে ভারত সিরিজ হারাবে। এদিকে শুভমনের জায়গায় কাকে নেওয়া হবে? এই প্রশ্নের উত্তর পাকাপাকি ভাবে জানা যাবে। আশা করা ষায় সাই সুদর্শন দলে আসবেন। তাহলে যশ্বসী জয়সওয়ালের সঙ্গে লোকেশ রাহুল ওপেন করতে পারেন। চার নম্বরে আসবেন ঋষভ পন্থ । হয়তো প্রথম টেস্ট দলে খুব একটা পরিবর্তন হবে না। সব কিছু নির্ভর করবে উইকেটের চরিত্রের উপর।
Advertisement



