চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার খেতাব জিতে নিল পিএসজি। ফাইনালে তারা ইতালির ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হল।
পিএসজির হাতে ট্রফি উঠে গিয়েছে। ট্রফি নিয়ে সকলে উন্মাদ। ঠিক সেই সময় গ্যালারিতে ভেসে উঠল বিশাল একটা টিফো। সেই টিফোতে দেখা গেল এনরিকে ও তাঁর চলে যাওয়া মেয়ে জানার ছবি। ছবিতে দেখানো হয়েছে, এনরিকে পিএসজির পতাকা পুঁতছেন। পাশে দাঁড়িয়ে তাঁর ৫ বছরের মেয়ে জানা। আট নম্বর জার্সি গায়ে জানা দাঁড়িয়ে আছেন বাবার পাশে। ২০১৯ সালে মারা গিয়েছে তাঁর নয় বছরের মেয়ে জানা। তারপর থেকে এনরিকে যেন তাঁর মেয়েকে সবসময় খুঁজে বেড়ান মাঠে। মেয়ের মৃত্যুর পর জানা ফাউন্ডেশন করেছেন তিনি। সেই ফাউন্ডেশনের কালো টি শার্ট পরেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিজার্ভ বেঞ্চে বসবেন বলে এসেছিলেন তিনি। তাঁরও গেঞ্জিতে রয়েছে ১০ বছর আগের একটা ছবি। যেখানে পিএসজির পতাকা পোঁতার স্কেচ রয়েছে গেঞ্জিতে। তাই তো ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দে আত্মহারা হতে দেখা গেল পিএসজি কোচকে। যাবতীয় আনন্দের মাঝে যেন খুঁজে নিলেন মেয়ে জানাকে।
Advertisement
মিউনিখের অ্যালিয়াঞ্জ এরিনায় তখন খেলা শেষের বাঁশি বেজে গিয়েছে। আনন্দের জোয়ারে মুহূর্তের মধ্যে যেন ভেসে গেলেন এনরিকে। কখনও ফুটবলারেদর জড়িয়ে ধরছেন। আবার কখনও এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছেন। মনে হচ্ছিল যেন নিজেকে মেয়ের জন্য উৎসর্গ করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কখনও কোনও দল ৫-০ গোলে জেতেনি। এবার সেটাই করে দেখাল পিএসজি। অথচ এবারে তারকা বিহীন দল কিনা স্বপ্নের ফেরিওয়ালা হয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাল, এনরিকের হাত ধরে।
Advertisement
Advertisement



