• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কোচ ব্রুজোর সঙ্গে ঝামেলা চলছে ক্লেটনের

উপস্থিত ছিলেন রিজার্ভ দলের কোচ বিনো জর্জও। বারপুজো শেষে মাঠের সাইড লাইনের ধারে বেশ কিছুক্ষন অনুশীলনও করে তারা।

প্রতিনিধিত্বমূলক চিত্র্র

সুপার কাপের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল-হলুদ শিবির। তবে এতদিন তারা রাজারহাটের সেন্টার অফ এক্সসিলেন্সের মাঠে অনুশীলন করলেও, পয়লা বৈশাখের দিন সকালে কিন্তু তারা ফিরলো নিজেদের ঘরের মাঠে। অর্থাৎ, এদিন অস্কার ব্রুজোর দল অনুশীলন করল ক্লাব মাঠে। এদিন চিরাচরিত প্রথা মেনেই ক্লাবের মাঠে বারপুজোর আয়োজন করা হয়েছিল। নতুন অধিনায়ক মহেশ – চুনলুংঙ্গা সহ বেশকিছু ফুটবলার যোগদানও করেন ক্লাবের এই বারপুজোতে।

উপস্থিত ছিলেন রিজার্ভ দলের কোচ বিনো জর্জও। বারপুজো শেষে মাঠের সাইড লাইনের ধারে বেশ কিছুক্ষন অনুশীলনও করে তারা। সেই অনুশীলনে উপস্থিত ছিলেন ক্লেটনও। এদিনও ক্লেটনের সঙ্গে অস্কার ব্রুজোর সমস্যা তৈরি হয়। ক্লাবের অন্যান্য ফুটবলাররা এসে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন। তারপরে আর অনুশীলনে দেখা যায়নি ক্লেটনকে। তিনি মাঠ ছেড়ে চলে যান। যদিও এসব কিছুকেই ইতিবাচক হিসেবে দেখছেন লাল হলুদের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার। এই বিষয়ে তিনি বলেন, ‘ইস্টবেঙ্গলে আগেও কোচ এবং ফুটবলারের মধ্যে ঝামেলা হয়েছে। তাতেও সাফল্য এসেছে। কোচের সঙ্গে ফুটবলারের এমন চ্যালেঞ্জ থাকবেই।’ এই বিষয়ে ক্লাব কর্মকর্তারা কোনও কিছুই ভাবতে রাজি নন।

Advertisement

Advertisement

Advertisement