• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সূর্যকুমারের ভারতীয় ক্রিকেট দলে ব্যাপক রদবদল

গত ম্যাচে ভারতকে টক্কর দিয়ে দক্ষিণ আফ্রিকা সমতা ফিরিয়ে এনেছে।

সূর্যকুমার যাদব। ছবি: এএনআই।

বুধবার থেকে এখানকার সুপার স্পোর্ট গ্রাউন্ডে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের ভারতীয় দল ও দক্ষিণ আফ্রিকা। গত ম্যাচে ভারতকে টক্কর দিয়ে দক্ষিণ আফ্রিকা সমতা ফিরিয়ে এনেছে। তবে প্রথম ম্যাচে ভারতের সঞ্জু স্যামসন দুরন্ত ব্যাট করে শতরান করার কৃতিত্ব দেখান। তবে দ্বিতীয় ম্যাচে প্রথম সারির ব্যাটসম্যানরা খেলতেই পারেননি। ভারতের স্কোর লক্ষ্যে পৌঁছনোর সম্ভব হয়নি। বরুণ চক্রবর্তীর স্পিন বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা বেশ সমস্যায় পড়ে গিয়েছিলেন। তা না হলে ভারতীয় দল অনেক আগেই হেরে যেতে পারত। বরুণ চক্রবর্তী পাঁচটি উইকেট নিয়ে নজর কেড়ে নিয়েছেন। অবশ্য দ্বিতীয় ম্যাচে মোক্ষম সময়ে আবেশ খানের বোলিং ভারতীয় দলকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল। আবেশ খান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জায়গা না পেলেও অভিষেক হতে পারে ইয়াস দয়াল বা বিজয় কুমার বৈশখের। এরই মধ্যে অভিষেক শর্মার অভিষেক হলেও দুটো ম্যাচে কোনও রান পাননি। এখন দেখার বিষয় তৃতীয় ম্যাচে তিনি কেমন খেলেন। দক্ষিণ আফ্রিকার একজন ভালো ও প্রতিভাবান ব্যাটসম্যান, তিনি টি-টোয়েন্টি ক্রিকেটেও ভালো খেলেন। তবে প্রথম দু’টি ম্যাচে নজর কাড়তে পারেননি। দক্ষিণ আফ্রিকা দলের আশা, বুধবার বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে।
ভারতীয় দল— সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, আবেশ খান বা ইয়াস দয়াল, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোই।
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত ও দক্ষিণ আফ্রিকা ২৯ বার মুখোমুখি হয়েছে, তার মধ্যে ভারত ১৬ বার জিতেছে। আর দক্ষিণ আফ্রিকা ১২টি ম্যাচে জয় পায়। আর একটি ম্যাচ ড্র হয়ে গিয়েছিল। এখানকার উইকেটে সিমাররা বাড়তি সুবিধা পেতে পারেন।

Advertisement

Advertisement