ভারতীয় টি-২০ ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন অভিষেক শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে ব্যাট হাতে নেমেই তিনি আন্তর্জাতিক টি-২০’তে নিজের প্রথম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, অভিষেক যত দ্রুত এই কৃতিত্ব অর্জন করেছেন, তা ভারতীয় ক্রিকেটে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, অভিষেক মোট ৫২৮টি বলের মোকাবিলা করে হাজার রানের সীমা স্পর্শ করেছেন, যা তাঁকে দেশের দ্রুততম ক্রিকেটারদের তালিকার শীর্ষে পৌঁছে দিয়েছে। এই ক্ষেত্রে তিনি দেশের অভিজ্ঞ ব্যাটার সুর্যকুমার যাদবকে ছাপিয়ে গেলেন। স্বল্প সময়ে এই সাফল্য অভিষেককে আন্তর্জাতিক টি-২০ ব্যাটিংয়ের নতুন ভরসা হিসেবে প্রতিষ্ঠিত করছে।
Advertisement
ক্রিকেট–বিশেষজ্ঞদের মতে, অভিষেকের ব্যাটিং-ধারায় যে আক্রমণাত্মক মনোভাব দেখা যাচ্ছে, তা আধুনিক টি-২০ ক্রিকেটের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাঁর স্ট্রাইক রেট ও ইনিংস গঠনের ধরন ভারতীয় দলের ব্যাটিং-গুণমানকে আরও শক্তিশালী করেছে।
Advertisement
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও তিনি দ্রুত রান তুলছেন। ওপেনিংয়ে তাঁর স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাস দলের শুরুতেই গতি বাড়াচ্ছে। দপ্তর সূত্রে জানা যাচ্ছে, দল অভিষেকের ব্যাটিং-স্থিতিশীলতায় বিশেষভাবে সন্তুষ্ট। তাঁদের বক্তব্য, ‘এই তরুণ ব্যাটার শুধু নিজের খেলা দিয়ে নয়, মানসিক দৃঢ়তা দিয়েও নজর কাড়ছে।’
এই রেকর্ড গড়ার পর মাঠে সতীর্থদের অভিনন্দন পেয়ে অভিষেক জানিয়ে দেন, তাঁর এখনও আরও অনেক কিছু শেখার বাকি আছে। তবে এই মাইলফলক অর্জন তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং সামনে আরও বড় লক্ষ্য ঠিক করতে সাহায্য করেছে।
প্রসঙ্গত, টি-২০ ক্রিকেটে ভবিষ্যৎ পরিকল্পনায় অভিষেক এখন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ শরিক। বিশেষ করে আসন্ন বিশ্বমানের টুর্নামেন্টগুলিতে তাঁর উপস্থিতি ব্যাটিং অর্ডারে এক নতুন ধারার ইঙ্গিত দিচ্ছে। ক্রিকেটমহলের বক্তব্য, এই পারফরম্যান্স প্রমাণ করছে, ভারত নতুন প্রজন্মের ক্রিকেটারদের দিয়ে টি-২০ ফরম্যাটে আরও শক্তিশালী হয়ে উঠছে।
Advertisement



