• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শ্রীলঙ্কার পেস বােলারদের কোচ হলেন চামিন্ডা ভাস

শ্রীলঙ্কা ক্রিকেট বাের্ড শুক্রবার প্রাক্তন পেস বােলার চামিন্ডা ভাসকে জাতীয় দলের পেস বােলারদের কোচ হিসাবে নিযুক্ত করলেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য।

চামিন্ডা ভাস (ছবি-টুইটার@chaminda_vaas)

শ্রীলঙ্কা ক্রিকেট বাের্ড শুক্রবার প্রাক্তন পেস বােলার চামিন্ডা ভাসকে জাতীয় দলের পেস বােলারদের কোচ হিসাবে নিযুক্ত করলেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য। ভাস দলের দায়িত্ব পাওয়ার পর বলেন, খুব ভালাে লাগছে পুনরায় দলে ফিরে আসতে পেরে। কখনাে ভাবিনি আমার উপর এরকম গুরুদায়িত্ব হবে।

তবে দলের ক্রিকেটারদের সঙ্গে আবারও দেখা হবে। এবং আন্তর্জাতিক আসরে আবারও নিজেকে মেলে ধরব। আমি মাঠে নেমে নাই বা খেলতে পারলাম কিন্তু আমি তাে দলের ক্রিকেটারদের কোচিং করব। ওটাই তাে হবে সবথেকে আনন্দের।

Advertisement

শ্রীলঙ্কা ক্রিকেট বাের্ড কর্তারা আমাকে এত বড় দায়িত্ব। দেবে সেটা আমি কখনাে ভাবিনি। এই দায়িত্ব তুলে দেওয়ার জন্য আমি শ্রীলঙ্কা বাের্ডের কর্তাদের ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে যে কাজের জন্য নিযুক্ত করেছেন সেটা ভালাে করে দেখানােটাই আমার প্রধান লক্ষ্য।

Advertisement

Advertisement