বৃহস্পতিহার থেকে লর্ডসের মাটিতে শুরু হচ্ছে ভারত – ইংল্যান্ড তৃতীয় টেস্ট। সেই টেস্টেই একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক শুভমন গিল। এই মাঠেই শুভমন ২২৫ রান করতে পারলেই ছাপিয়ে যাবেন স্যার ডন ব্র্যাডম্যানের অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে করা সর্বাধিক রানের নজির। ১৯৩৬-৩৭ সালে অ্যাসেজে অধিনায়ক হিসাবে ৮১০ রান করেছিলেন ব্র্যাডম্যান। এদিকে, ইংল্যান্ডের মাটিতে প্রথম দুটি টেস্টে ৫৮৫ রান করে ফেলেছেন গিল। বর্তমানে, ব্যাট হাতে যে ফর্মে তিনি খেলছেন তাতে যে কোনও সময়ে ব্র্যাডম্যানের এই রেকর্ডকে ভেঙে ফেলতেই পারেন। পাশাপাশি, এক টেস্ট সিরিজে সর্বাধিক শতরানের নজির গড়ার হাতছানিও রয়েছে তাঁর সামনে। সেক্ষেত্রে, তিনি পিছনে ফেলে দেবেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ক্লাইড ওয়ালকটকে। এজন্য তাঁর দরকার আর তিনটে শতরান। তবে, লর্ডসে দুই ইনিংস মিলিয়ে দুটি শতরান করতে পারলেই ওয়ালকটকে ছুঁয়ে ফেলবেন শুভমন।
এদিকে, ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ সদ্য প্রকাশিত আইসিসি ক্রমতালিকায় ১৫ ধাপ উপরে উঠে এসেছেন শুভমন গিল। ৮০৭ রেটিং পয়েন্ট নিয়ে ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। অধিনায়ক গিল ছাড়াও ক্রমতালিকার প্রথম দশে জায়গা পেয়েছেন আরও দুই ভারতীয় ব্যাটসম্যান। তাঁরা হলেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ। যশস্বী নিজের চতুর্থ স্থান বজায় রাখলেও এক ধাপ নেমে অষ্টম স্থানে রয়েছেন ঋষভ পন্থ। এই ক্রমতালিকায় বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের যশপ্রীত বুমরা। এজবাস্টনে বল হাতে দুই ইনিংস মিলিয়ে ১০টি উইকেট নেওয়ার ফলে ৩৯ ধাপ উঠে এসেছেন বাংলার পেসার আকাশদীপ। বর্তমানে ৪৫ নম্বরে রয়েছেন তিনি। এছাড়াও, টেস্ট অলরাউন্ডারদের তালিকায় নিজের শীর্ষস্থান বজায় রাখলেন রবীন্দ্র জাদেজা। জিম্বাবোয়ের বিরুদ্ধে এক ইনিংসে অপরাজিত ৩৬৭ রানের ইনিংস খেলার সুবাদে অলরাউন্ডারদের এই তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার উইয়ান মুল্ডার।