ভারতের নতুন অধিনায়ক শুভমন গিলের অভিষেক হতে চলেছে আগামী ২০ জুন। পাঁচ টেস্ট সিরিজে প্রথম ম্যাচে লর্ডসের মাঠে খেলতে নামবে ভারত। অধিনায়ক শুভমান বলেছেন, টেস্ট ম্যাচে বিরাট কোহলির অধীনে খেলার সময় মাঠে তাঁর অসাধারণ সক্রিয় ভূমিকাকে প্রত্যক্ষ করেছি। বিরাটের আচরণ মাঠে থাকা খেলোয়াড়দের উৎসাহিত করতো। সেই ব্যাপারটা আমি কাজে লাগাতে চাই। এমনও দেখেছি কোহলির কোনও পরিকল্পনা কাজে আসছে না তা সঙ্গে সঙ্গে বদলে দিতেন। বোলারকে বলে দিতেন তিনি কী চাইছেন। তবে কোহলির চিন্তা ভাবনা থেকে রোহিত শর্মা একটু আলাদা ছিলেন।
রোহিত অনেক ধীরে ও শান্ত তা বলে তিনি আগ্রাসী ছিলেন না-তা নয়। মাঠে দাঁড়িয়ে সতীর্থদের বলে দিতেন এখন আমাদের কী করণীয়। নিজের ভাবনায় অত্যন্ত স্বচ্ছ ছিলেন। তিনি কী চাইছেন তা খেলোয়াড়দের বলতেন। শুভমন আরও বলেন, রোহিত শর্মা সবসময় দলের পরিবেশটা একটু অন্য রকম করে রাখতেন কাউকেই একটু জোরে কথা যদি বলতেন, তা কেউই অন্যভাবে নিতেন না। এটাই তাঁর চরিত্র। নিজের সিদ্ধান্তে অনঢ় থাকতেন।
শুভমন এবারে বলেন, ভারতীয় দল ভবিষ্যতে কোন দিকে এগিয়ে যাবে এ ব্যাপারে রোহিত শর্মার সঙ্গে কথা বলেছি। এখন থেকে ৫,৭ বা ১০-১৫ বছর পরে ভারতীয় দলের কী অবস্থান হবে তা নিয়ে আলোচনা করেছি। শুধু রোহিত শর্মার সঙ্গে নয়, বিরাট কোহলির সঙ্গে কথা বলেছি। তাঁর অভিমত একজন নতুন অধিনায়ক হিসেবে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্য হতে হবে। দলের প্রতিটি খেলোয়াড়কে গুরুত্ব দিতে হবে। প্রত্যেকের অসুবিধার কথা জানতে হবে। কীভাবে তা সমাধান করা যাবে তা ভাবতে হবে। উৎসাহিত করতে হবে দলের প্রতিটি সদস্যকে।
এদিকে দলের অন্যতম সেরা বোলার জশপ্রীত বুমরাকে সব টেস্ট ম্যাচে খেলানো হবে না। তবে কোন কোন টেস্ট ম্যাচে খেলানো হবে তা নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান অধিনায়ক শুভমন। তবে অধিনায়ক বলেছেন, মনে রাখতে হবে ম্যাচগুলো কীভাবে এগিয়ে যাচ্ছে, সেই দিকে নজর রাখতে হবে। একটা ম্যাচে যদি বৃষ্টি হয় তাহলে অন্য রকম ভাবনা থাকবে। সেই কারণে একটা একটা ম্যাচ ধরে আমাদের এগিয়ে যেতে হবে। দলের উপরে কী চাপ পড়ছে তা নিয়মিত খতিয়ে দেখতে হবে।
শুভমন একটু ঘুরিয়ে বলেন, আমরা কোনও কিছু আগাম সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে রাজি নই। তাই প্রতিটা ম্যাচের টেম্পারমেন্ট কেমন হবে তা বুঝে কাজ করতে হবে। তাই কে কোন ম্যাচে খেলবে তা বলা সম্ভব নয়। আবার অনেক বিষয় আছে উইকেটের চরিত্র দেখে দল গঠন করতে হয়। তাই তখনই বোঝা যাবে বুমরা কোন ম্যাচে দুরন্ত হয়ে উঠবেন বা ভয়ঙ্কর হয়ে উঠবেন তা অনুধাবন করে খেলানো হবে।
বিরাট-রোহিতের অনুপস্থিতিতে টেস্ট দলের নেতৃত্বের ভার এখন তরুণ শুভমন গিলের ওপর। অন্যদিকে, ২০০৭ সালের পর থেকে এখনও অবধি ইংল্যান্ডের মাটিতে কোনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। স্বাভাবিকভাবেই, চাপ থাকবে শুভমনের ওপর। আর সেই চাপ কাটিয়ে কিভাবে ইংল্যান্ডের মাটিতে সাফল্য পাওয়া যায় এবার সেই পরামর্শই শুভমনকে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, যেকোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে শুভমনকে। এমনকি প্রয়োজনে তাকে নতুন বলও খেলতে হতে পারে। সেজন্য তাকে নিজের ডিফেন্স আরও মজবুত করতে হবে বলেই মনে করছেন প্রাক্তন বিসিসিআই সচিব।
তিনি বলেন, ইংল্যান্ডে সাফল্য পেতে গেলে সিম ও স্যুইং সামলে রান করতে হবে। পরিস্থিতি অনুযায়ী নতুন বলের মোকাবিলা করতে হবে। পাশাপাশি, প্রয়োজনে অফস্টাম্পের বাইরের বল ছাড়তে শিখতে হবে। আসলে, অতীতে রোহিত শর্মা থেকে বিরাট কোহলি অফস্টাম্পের বাইরের বলে অহেতুক খোঁচা দিয়ে বারবার আউট হয়েছেন। তাই সিরিজ শুরুর আগে বিষয়টি নিয়ে শুভমনকে বিশেষ সতর্ক করেছেন সৌরভ। তার মতে ইংল্যান্ডের মাটিতে সাফল্য পেতে শুভমনকে নিজের ব্যাটিং আরও উন্নত করতে হবে, বিশেষত টেস্ট ম্যাচে। একইসঙ্গে তার মতে, শুধু বলের লাইন দেখে শট খেললেই হবে না, পরিস্থিতি অনুযায়ী তাকে শট খেলার পরামর্শ দেন সৌরভ। তবেই, ইংল্যান্ডের মাটিতে সাফল্য ধরা দেবে বলে তার মত ।
এদিকে, ইংল্যান্ড সফরে ভারতীয় দলের স্টপগ্যাপ কোচ হিসেবে নিযুক্ত হলেন ভিভিএস লক্ষ্মণ। পারিবারিক কারণে আগেই দেশে ফিরেছেন দলের হেড কোচ গৌতম গম্ভীর। তার মা হৃদরোগে আক্রান্ত হওয়ায় গত বৃহস্পতিবার দিল্লি ফিরেছেন তিনি। তার অনুপস্থিতিতে বর্তমানে লক্ষণের কোচিংয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি সারছেন শুভমন গিল-যশস্বী জয়সওয়ালরা।
জানা গিয়েছে, আগামী ১৭ তারিখ দলের সঙ্গে পুনরায় যোগ দেবেন গম্ভীর। তবে, এইসময় দলের প্রস্তুতিতে যাতে কোনও সমস্যা না হয় তাই স্টপগ্যাপ কোচ হিসেবে লক্ষ্মণকে দায়িত্ব দিয়েছে বিসিসিআই। অনূর্ধ্ব – ১৯ দলের সঙ্গে ইংল্যান্ডে গেলেও বর্তমানে সিনিয়র ভারতীয় দলের সঙ্গেই রয়েছেন তিনি। এমনকি, ইন্ট্রা স্কোয়াড প্রস্তুতি ম্যাচেও ভারতীয় দলের ডাগআউটে রয়েছেন তিনি। গম্ভীর দলে যোগ না দেওয়া অবধি ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন তিনি।