আইএফএ পরিচালিত কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলায় ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের জয়ের রথ ছুটেই চলেছে। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার ২-১ গোলে হারিয়ে দিল পাঠচক্রকে। খেলার প্রথমার্ধেই ডায়মন্ড হারবার গিরিক মহেশের গোলে এগিয়ে যায়। দ্বিতীয় পর্বে খেলা শুরু হতেই ডায়মন্ড হারবারের আক্রমণ আরও গতিময় হয়ে ওঠে। খেলার 67 মিনিটে পেনাল্টি পেয়ে যায় কিভু ভিকুনার দল। পেনাল্টি থেকে নরহরি শ্রেষ্ঠা গোল করে (২-০) ব্যবধান বাড়িয়ে দেন। তবে পাঠচক্র তার দু’মিনিট বাদেই গোল পেয়ে যায়। অনুব্রত মাইতি গোল করে ব্যবধান (১-২) কমান।
অন্য খেলায় এরিয়ান হেরে গেল সাদার্ন সমিতির কাছে। সাদার্নের নভিন রঘুর গোলে এরিয়ানকে পরাস্ত করে। খিদিরপুর ৪-২ গোলে হারিয়ে দিয়েছে ওয়াড়ি এসি’কে। খিদিরপুরের হয়ে গোল করেছেন এন রাকেশ সিং (২), স্যামসন ও জ্যাকব। ওয়াড়ির হয়ে গোল করেন রোলান্ড সিং ও এন সিং। কালীঘাট মিলন সংঘ ও মেসারসের খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। আইএফএ’র পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ সেপ্টেম্বর নৈহাটি স্টেডিয়ামে মোহনবাগান ও পুলিশ এসি’র খেলাটি স্থগিত রাখা হয়েছে। মোহনবাগান ও ইস্টবেঙ্গল উত্তরপ্রদেশে খেলতে যাচ্ছে বলে এই খেলা পিছিয়ে দেওয়া হয়েছে। খেলাটি হবে ৮ সেপ্টেম্বর।
Advertisement
Advertisement
Advertisement



