প্রথম ম্যাচের আগেই মুম্বই শিবিরে যোগ দিলেন বুমরা

Written by SNS March 23, 2024 12:59 pm

আহমেদাবাদ– রবিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের প্রথম ম্যাচ৷ তারা খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে৷ হার্দিক পান্ডিয়ারা চেন্নাই থেকে উডে় এসে আমেদবাদের হোটেলে ঢুকে পডে়ছেন৷ এদিন সকালে ক্যাম্পে যোগ দিলেন জসপ্রিত বুমরা৷ আমেদাবাদ তাঁরও হোম গ্রাউন্ড৷ বলতে গেলে তিনিও ঘরের মাঠে খেলছেন৷ কিন্ত্ত প্রতিপক্ষ আলাদা৷

দুবছর আগে আইপিএলের সংসারে ঢুকে পডে় চমক দেখিয়েছে গুজরাট টাইটান্স৷ প্রথমবার চ্যাম্পিয়ন৷ গতবছর রানার্স৷ এর থেকে ভাল পারফরম্যান্স আর কি হতে পারে৷ এখন দেখার বিষয় এটাই যে এবার গুজরাট কেমন পারফর্ম করতে পারে৷ হার্দিক পান্ডিয়া না থাকলেও তাদের বড় সমস্যা শামি নেই৷ চোটের কারনে তিনি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন৷ এটাই হয়তো বাড়তি চাপে ফেলে দিতে পারে গুজরাটকে৷
উল্টোদিকে মুম্বই ইন্ডিয়ান্সের চাপ অন্য জায়গায়৷ রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে মাঠের বাইরে চাপে পডে় গিয়েছে মুম্বই৷ হার্দিক বোঝাতে চেষ্টা করছেন রোহিতকে নিয়ে কোনও সমস্যা নেই৷ কিন্ত্ত আসলে কি তাই৷ রোহিত শান্ত প্রকৃতির মানুষ৷ দুম করে কিছু বলেন না৷ কিন্ত্ত ভিতরে জ্বলে পুডে় ছারখার হয়ে যান৷

এবারও নিশ্চয় তেমন কিছু হচ্ছে৷ জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ফাইনালে উঠে হেরেছেন৷ টি২০ বিশ্বকাপে তিনি দলকে নেতৃত্ব দেবেন৷ জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে তিনি অধিনায়ক৷ এমন ক্রিকেটারকে কেন হঠাৎ করে অধিনায়কের পদ থেকে সরিয়ে হার্দিককে নেতা করা হল! এই প্রশ্নের উত্তর কারোর কাছে নেই৷ এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর সঙ্গে কথা বলে নিতে পারতেন কর্তারা৷ সেটাও তাঁরা করেননি৷ তা হলে কোন যুক্তিতে তাঁকে সরিয়ে দেওয়া হল৷ এ নিয়ে ক্ষোভ আছে ফ্যানদের মধ্যে৷ আছে প্রাক্তন ক্রিকেটারদের মধ্যেও৷ হরভজন সিং, যুবরাজ সিং ইতিমধ্যে এ নিয়ে কথা বলেছেন৷ তাঁদের মতে মুম্বই কর্তারা আগুন জ্বালিয়ে দিলেন৷ এটা না করলেও পারতেন৷ রোহিতকে এই বছর অধিনায়ক করে রেখে হার্দিককে সহ অধিনায়ক করা যেত৷ পরের বছর না হয় হার্দিক অধিনায়ক হত৷ সেটা না করে ভুল করল মুম্বই ইন্ডিয়ান্স কর্তারা৷ এখন দলকে সামলাবে কে! প্রথম একাদশ বাছাইয়ের আগে রোহিতের সঙ্গে বলে তাঁর মেজাজ ঠান্ডা করা এখন প্রধান কাজ৷ না হলে এই দল নিয়ে কিছু করা য়াবে না৷