আইপিএল ক্রিকেট যখন সবদল লড়াইয়ের জন্যে মরিয়া। তারই মধ্যে গড়াপেটার গন্ধ পাওয়া গেছে। এই খবরে শোরগোল ছড়িয়ে পড়েছে। অতীতে গড়াপেটার কারণে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে নির্বাসিত করা হয়েছিল। এবারে গড়াপেটা রুখতে কড়া পদেক্ষপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে শুধু আইপিএল ক্রিকেটে নয়, অন্য এক ফ্র্যাঞ্চাইজি লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ নিয়ে বেশ তোলপাড়। মুম্বই টি-২০ লিগের একটি দলের মালিককে নির্বাসিত করেছে ক্রিকেট বোর্ড।
আইপিএল ক্রিকেট চলাকালীন বিসিসিআই ইতিমধ্যেই দুর্নীতি দমন নিয়ে বেশ কিছু পদক্ষেপ নেয়। ইতিমধ্যে মুম্বই টি-২০ লিগের একটি দলের মালিক গুরমিত সিং ভামরাকে নির্বাসিত করা হয়েছে গড়াপেটার জন্যে। এই ব্যাপারে পুরো তদন্ত করছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র। অভিযোগ ছিল, ২০১৯ সালে মুম্বই টি-২০ লিগে ধবল কুলকার্নি ও ভাবিন ঠক্করকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিলেন গুরমিত। এর জন্যে কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি কোনেওভাবে ভারতীয় ক্রিকেটের কোনও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।
গুরমিত টি-২০ মুম্বই লিগে যুক্ত ছিলেন না-কানাডা জিটি-২০ টুর্নামেন্টে যুক্ত ছিলেন। বর্তমানে কানাডা লিগ অবলুপ্ত। করোনার কারণে মুম্বই টি-২০ লিগ বন্ধ ছিল। আবার ২৬ মে থেকে, আবার শুরু হতে চলেছে। তার আগে গুরমিত সিংকে বোর্ডের কড়া পদক্ষেপে শাস্তির মুখে পড়তে হয়েছে। তবে এখনও কতদিনের জন্যে নির্বাসিত করা হচেয়ছে তা জানানো হয়নি। এদিকে আইপিএল ক্রিকেট শেষহওয়ার সঙ্গে সঙ্গে প্রথম শ্রেণি খেলোয়াড়দের মুম্বই টি-২০ লিগ খেলতে হবে বলে জানানো হয়েছে মুম্বই ক্রিকেট বোর্ড।