বিজয় হাজারে ট্রফিতে বাংলা প্রথম ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে তিন উইকেটে জয় তুলে নিল। ৭ বল বাকি থাকতেই বাংলার ঘরে জয় চলে আসে। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। বিদর্ভ ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৮২ রান করে। বিদর্ভের হয়ে ধ্রুব শোরে ও আমন মোখাড়ে শতরান করেন। ধ্রুব ১২৫ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন। আর আমন ৯৯ বলে ১১০ রান করেন। বাংলার বোলাররা সেইভাবে বিদর্ভের ক্রিকেটারদের খুব একটা ভয় দেখাতে পারেননি। মহম্মদ শামি ১০ ওভার বল করে মাত্র ২ উইকেট পেয়েছেন ৬৫ রান দিয়ে। আর আমির গনি ৮০ রান দিয়ে ২ উইকেট নেন ১০ ওভার বল করে। স্বাভাবিকভাবেই বাংলার সামনে বিদর্ভ বড় রানের টার্গেট রাখে।
বাংলা তার জবাবে খেলতে নেমে ৪৮.৫ ওভারে প্রয়োজনীয় রান তুলে জয় পায়। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন শাহবাজ আহমেদ। তাঁর ব্যাট থেকে এসেছে ৭১ রান। এবাদে অভিষেক পোড়েল ও অভিমন্য ঈশ্বরণ জুটি ১০৩ রান যোগ করেন স্কোরবোর্ডে। সুদীপ ঘরামি ৪৯ বলে ৬৮ রান করেছেন। অনুষ্টুপ মজুমদারের ব্যাট থেকে আসে ৩৩ রান। আর অন্য খেলোয়াড়রা সেইভাবে রান করতে পারেননি বাংলার হয়ে। একটা সময় বাংলা বেশ চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত বাংলা জয়ের হাসি হাসে।
Advertisement
Advertisement
Advertisement



