• facebook
  • twitter
Saturday, 19 July, 2025

খেলো ইন্ডিয়া ফুটবল থেকে ছিটকে গেল বাংলা

দ্বিতীয় পর্বে বংগাসনের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপরেই কিছুক্ষণের জন্য মেঘালয় দল খেলায় ছন্দ হারিয়ে ফেলে। এই সুযোগে শর্ট কর্নার থেকে বাংলা গোল পেয়ে যায়।

প্রতীকী চিত্র

সন্তোষ ট্রফি ফুটবলে বাংলা চ্যাম্পিয়ন হওয়ার পরে সবাই যেভাবে হৈচৈ শুরু করে দিয়েছিলেন, তাতে মনে হয়েছিল ফুটবলে আবার বাংলা স্বমহিমায় ফিরে এসেছে। কিন্তু অবাক হতে হয় বয়স ভিত্তিক ফুটবল বাংলা দলের সেই দৈন্যদশা দেখতে পাওয়া গেল। বাংলার ফুটবল যে এখনও বড় জায়গায় পৌঁছায়নি তা দেখতে পাওয়া গেল তরুণ উদীয়মান ফুটবলারদের খেলা দেখে। শুক্রবার মেঘালয়ের কাছে ১-৩ গোলে বাংলা হেরে গেল। গ্রুপের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে পরাস্ত হয়ে বাংলা খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস থেকেও বিদায় নিল। গ্রুপের শেষ ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে বাংলা দলকে জিততেই হতো।

অপরদিকে মেঘালয়ের সঙ্গে ম্যাচ ড্র হলেই টিঁকে থাকার সম্ভাবনা ছিল। মেঘালয়ের বিরুদ্ধে মাঝমাঠের ব্যর্থতায় বাংলা দল ম্যাচের রাশ নিজেদের দখলে না রাখতে পারলেও ৭৫ মিনিট পর্যন্ত অধিনায়ক ইরফান সর্দারের গোলে এগিয়ে ছিল। এরপর বাংলার সামনে আরও গোল করার সুযোগ এলেও তার ফায়দা তুলতে পারেনি। বরং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগে মেঘালয় পেনাল্টি পেয়ে যায়। মিনথৌ মাসারিং পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতায় ফেরাতে ভুল করেনি।প্রসঙ্গত প্রথম পর্বে মেঘালয় পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি। ইয়াসান ভুপং সরাসরি বাংলার গোল কিপারের হাতে বলটি জমা দিয়ে দেন।

দ্বিতীয় পর্বে বংগাসনের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপরেই কিছুক্ষণের জন্য মেঘালয় দল খেলায় ছন্দ হারিয়ে ফেলে। এই সুযোগে শর্ট কর্নার থেকে বাংলা গোল পেয়ে যায়। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে ফ্রী-কিক্ থেকে মেঘালয়ের ইয়াসান অসাধারণ গোল করে মেঘালয়কে ৩-১ গোলে জয় নিশ্চিত করে দেন। এই জয়ের সুবাদে মেঘালয় গ্রুপের রার্নাস হয়ে সেমিফাইনালে পৌঁছে গেল। ওড়িশা দল সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারাও সেমিফাইনালে পৌঁছে যায়। ওড়িশার কাছে বাংলা দল প্রথম ম্যাচেই ০-২ গোলে পরাজিত হয়। মেঘালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলার দু’জন ফুটবলার লালকার্ড দেখেছে। নাসিম আলির প্রশিক্ষণের বাংলা দল খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস থেকে লজ্জাজনক বিদায় নিল।