• facebook
  • twitter
Thursday, 18 December, 2025

আজ থেকে বাংলার ক্যাম্প শুরু

আজ থেকে সল্টলেকের দ্বিতীয় ক্যাম্পাস গ্রাউন্ডে বাংলার ক্রিকেটাররা ক্যাম্পে যােগ দিচ্ছেন। ক্যাম্পে উপস্থিত থাকবেন ব্যাটিং পরামর্শদাতা ভিভিএস লক্ষ্মণ।

বাংলা দল (ছবি: SNS Web)

আজ থেকে সল্টলেকের দ্বিতীয় ক্যাম্পাস গ্রাউন্ডে বাংলার ক্রিকেটাররা ক্যাম্পে যােগ দিচ্ছেন। ক্যাম্পে উপস্থিত থাকবেন ব্যাটিং পরামর্শদাতা ভিভিএস লক্ষ্মণ। এই ক্যাম্পে যােগ দেবেন মহম্মদ সামি ও ঋদ্ধিমান সাহা।

এছাড়া অভিমুন্য ঈশ্বরন, সুদীপ, ঈশান পােড়েল, শ্রীবৎস গােস্বামী সহ মােট বত্রিশজন বাংলার ক্রিকেটারকে এই ক্যাম্পে যােগ দেওয়ার তালিকায় তৈরি হয়েছে । এদিকে সিএবির যুগ্ম সভাপতি দেবব্রত দাস বলেন, মনােজ এখনই ক্যাম্পে যােগ দিতে পারছেন না। তবে আশা করছি খুব শীঘ্রই সুস্থ হয়ে মাঠে ফিরে আসবে বলে আমাদের বিশ্বাস।

Advertisement

Advertisement

Advertisement