• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগের খেলা ড্র করে চাপে বার্সেলোনা

পাল্টা আক্রমণে ২১ মিনিটের মাথায় ইন্টারের হয়ে একক দক্ষতায় দুরন্ত গোল করেন ডেনজেল ডমফ্রিস। ইন্টার মিলান ২-০ গোলে এগিয়ে যায়।

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ইন্টার মিলান ও বার্সেলোনার খেলাটি ৩-৩ গোলে শেষ হয়। ভাগ্য প্রসন্ন থাকলে ইন্টার মিলান এই ম্যাচটি জিততেও পারত। খেলার ৩০ সেকেন্ডের মধ্যে ইন্টারকে গোল করে এগিয়ে দেন মার্কাস থুরাম। এদিন তিনি দ্রুততম গোলের নজির গড়লেন চ্যাম্পিয়ন্স লিগে। পিছিয়ে থেকেও কোনও সময়ের জন্যও বার্সেলেনা আক্রমণ সরে থাকেনি। পাল্টা আক্রমণে ২১ মিনিটের মাথায় ইন্টারের হয়ে একক দক্ষতায় দুরন্ত গোল করেন ডেনজেল ডমফ্রিস। ইন্টার মিলান ২-০ গোলে এগিয়ে যায়।

তবে ৩ মিনিটের ব্যবধানে বার্সেলোনার হয়ে গোলের ব্যবধান কমান ইয়ামাল। আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ম্যাচ গড়াতে থাকে। তারই মধ্যে ৩৮ মিনিটে খেলায় সমতা ফেরান বার্সেলোনার রাফিনহা। এরপর প্রথমার্ধে খেলার ফলাফলে কোনও পরিবর্তন হয়নি।

Advertisement

দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে কর্নার থেকে দুরন্ত হেডে গোল করে আবারও ইন্টারকে এগিয়ে দেন ডমফ্রিস। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি ইন্টার মিলান। এর মিনিট দুয়েকের মধ্যেই ইন্টার গোলরক্ষক ইয়ান সমারের ভুলে সমতায় ফেরে বার্সেলোনা। আবারও গোল করেন রাফিনহা। খেলা অমীমাংসিতভাবে শেষ হওয়ায় বার্সেলোনা কিছুটা চাপে পড়ে গেল। খেলার শেষে বার্সার কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘এখনও পরের লেগের খেলা বাকি রয়েছে। সেই ম্যাচ জিততেই হবে। সেই কারণেই আগামী ম্যাচ বলতেই ফাইনাল ম্যাচ বলে খেলতে নামতে হবে। আগামী ৬ মে মিলানের সানসিরো স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হবে।

Advertisement

Advertisement