সাকিবকে দেশে ফিরতে বললাে বাংলাদেশ ক্রিকেট বাের্ড

আইপিএলে খেলতে আসা সানরাইজার্স হায়দরাবাদ দলের সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বাের্ড চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে আগামী ২২ এপ্রিলের মধ্যে বিশ্বকাপ ক্রিকেটে দল গঠনের জন্যে যে শিবির চলছে তাতে যােগ দিতে হবে। বাংলাদেশ ক্রিকেট দলের কন্ডিশন ক্যাম্প শুরু হচ্ছে ওই তারিখ থেকেই।

Written by SNS Hyderabad | April 16, 2019 8:12 am

সাকিব আল হাসান (Photo-Kuntal Chakrabarty/IANS)

আইপিএলে খেলতে আসা সানরাইজার্স হায়দরাবাদ দলের সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বাের্ড চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে আগামী ২২ এপ্রিলের মধ্যে বিশ্বকাপ ক্রিকেটে দল গঠনের জন্যে যে শিবির চলছে তাতে যােগ দিতে হবে। বাংলাদেশ ক্রিকেট দলের কন্ডিশন ক্যাম্প শুরু হচ্ছে ওই তারিখ থেকেই। যারফলে সানরাইজার্স হায়দরাবাদ দলে খেলবার জন্যে বাংলাদেশের এই পয়লা নম্বর অল রাউন্ডার সকিব আর দলে জায়গা পাচ্ছেন না। টানা দুটি ম্যাচ তাকে ডাগ আউটে বসে থাকতে হয়েছে। হায়দরাবাদের হয়ে আইপিএল ক্রিকেটে খেলবার সুযােগ না পেলেও ঢাকা থেকে এদিন চিঠি এসে গিয়েছে। শুধু চিঠি এসেছে তাই নয় সাকিবকে নিয়ে যাওয়ার জন্যে ঢাকা থেকে উড়ে এসেছেন তার শৈশব কোচ সালাউদ্দিন। সাকিব যাতে প্রথম দিন থেকেই ক্যাম্পে অংশ নিতে পারে তারজন্যেই তিনি তড়িঘড়ি করে চলে এসেছেন ভারতে। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বাের্ডের প্রধান নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, এবারে বিশ্বকাপ ক্রিকেটে যাতে বাংলাদেশের খেলােয়াড়রা ভাল খেলতে পারেন তারজন্যেই এই শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে যদি নিজেদের তৈরি করে নিতে পারেন তাহলে দল গঠনে সেইভাবে কোনও অসুবিধা হবে না। আমরা চাই বাংলাদেশ এবারে ভাল জায়গায় পৌঁছাক বিশ্বকাপ ক্রিকেটে। তিনি আরও বলেছেন, সাকিবের সঙ্গে অবশ্য এখনও কোনও কথা হয়নি। জানিনা তিনি কি করবেন? তার ওপরেই নির্ভর করছে কিভাবে এই ক্যাম্পে যােগ দেন। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ অংশ নেবে। চোটের কারণে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের হয়ে খেলতে পারেননি সাকিব। সাকিব যাতে পুরােপুরি ফিট হয়ে যেতে পারে সেই লক্ষ্যেই তাকে যত তাড়াতাড়ি সম্ভব যােগ দিতে পারেন ক্যাম্পে। আইপিএলে তিনি যখন জায়গা পাচ্ছেন না তখন তার ফিটনেশ নিয়ে প্রশ্ন থাকতেই পারে। যদি তিনি খেলতেন তাহলে প্রস্তুতি শিবিরে দেরি করে যােগ দিলে খুব একটা অসুবিধা হতাে না। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদ দলে তার জায়গায় হচ্ছে প্রথম একাদশে। যারফলে আশা করা যায় সাকিব দেশে ফিরে যাবেন খুব তাড়াতাড়ি ।