• facebook
  • twitter
Sunday, 15 September, 2024

দুর্ঘটনার কবলে আজহারের গাড়ি

আমেদাবাদ দুর্ঘটনার কবলে প্রাক্তন ভারতীয় অধিনায়ক আজহারউদ্দিনের গাড়ি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Amitabh Bachchan: I am a pledged organ donor

আমেদাবাদ দুর্ঘটনার কবলে প্রাক্তন ভারতীয় অধিনায়ক আজহারউদ্দিনের গাড়ি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বুধবার রাজস্থানে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, গাড়িটি পুরােপুরি দুমড়ে গেলেও, কোনও রকম ক্ষতি হয়নি । আজহারের। যদিও গাড়িতে থাকা তার ব্যক্তিগত সচিব চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। তবে তার আঘাতও গুরুতর নয়।

বুধবার সপরিবারে রাজস্থানে রণথম্বােরের উদ্দেশ্যে যাচ্ছিলেন আজহার। কোটা মো হাইওয়েতে সুরওয়াল থানার কাছেই দুর্ঘটনাটি ঘটে। এবং তারপর গাড়িটি উল্টে যায়। স্বাভাবিক ভাবেই গাড়িটির প্রবল ক্ষতি হয়েছে।