• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রথম ম্যাচেই দুরন্ত জয় দিয়ে শুরু লাল-হলুদ ব্রিগেডের

বুধবার ডুরান্ডের প্রথম ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসিকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল।

ডুরান্ড কাপ ফুটবলের প্রথম ম্যাচে বড় জয় দিয়েই নিজেদের অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসিকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের আক্রমণে প্রতিপক্ষ দল ছিন্নভিন্ন হয়ে যায়। স্বাভাবিক ভাবেই ইস্টবেঙ্গলের ম্যাচে দিকে সমর্থকদের লক্ষ্য ছিল। প্রতিপক্ষকে চাপে রাখতেই খেলার শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে ছিল কোচ অস্কার ব্রুজোর ব্রিগেড। সেই লক্ষ্যে পুরোপুরি সফল মহেশ, বিষ্ণু ও রশিদরা। তাঁদের ক্রমাগত আক্রমণের ঝড়ে দিশেহারা হয়ে যান সাউথ ইউনাইটেডের খেলোয়াড়রা। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ এসেছিল লাল হলুদের সামনে। খেলার ১২ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল লালচুংলুঙ্গার।

পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শটটি যখন জালে জড়ালো তখন কিছুই করার ছিল না সাউথ ইউনাইটেডের গোলরক্ষক নিশান্তের। ইস্টবেঙ্গলের মুহুর্মুহু আক্রমণে তখন রীতিমতো এলোমেলো প্রতিপক্ষ শিবির খানিকটা বাধ্য হয়েই নিজেদের বক্সের মধ্যে এডমুন্ডকে ফাউল করে বসেন। খেলার ৩৭ মিনিটে পাওয়া সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সউল ক্রেসপো। বুধবার ছিল তাঁর জন্মদিন। জন্মদিনের উপহার হিসেবে পাওয়া এই গোলটা নিঃসন্দেহে বাকি ম্যাচগুলিতে অনুপ্রাণিত করবে। প্রথমার্ধে ২-০ অবস্থায় ম্যাচ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে গোলসংখ্যা বাড়ানোর লক্ষ্যে বেশকিছু পরির্বতন করেন ইস্টবেঙ্গল কোচ। পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে আসেন গ্রীক স্ট্রাইকার দিয়ামান্তাকোস। কিছুক্ষন পর মাঠে নামেন বিপিন সিং।

Advertisement

দ্বিতীয়ার্ধেও নিজেদের আক্রমণাত্মক মনোভাব থেকে এতটুকু সরে আসেননি দিয়ামান্তাকোস, নন্দকুমার ও বিপিন সিং’রা। প্রথম ম্যাচেই লাল হলুদ জার্সিতে বেশ নজর কাড়লেন মিডফিল্ডার মহম্মদ রশিদ। মাঝমাঠ জুড়ে দাপিয়ে বেড়ালেন তিনি। পাশাপাশি, বেশ চোখে পড়ল এডমুন্ডকেও। প্রথম ম্যাচেই তা ভালোভাবে বুঝিয়ে দিলেন ইন্টার কাশীর প্রাক্তন এই স্ট্রাইকার। একইসঙ্গে, মরশুমের প্রথম ম্যাচে বেশ নজর কাড়লেন দিমিত্রিয়স দিয়ামন্তাকসও। ৭৯ মিনিটের বিপিনের গোলের পাস গোল করলেন। আর ৮৭ মিনিটে বক্সের বাইরে ফ্রিকিক থেকে দুরন্ত গোল করলেন তিনি। ম্যাচের একেবারে শেষলগ্নে, ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়ান (৫-০) অধিনায়ক মহেশ সিং। এদিন ইস্টবেঙ্গলের সমর্থকরা যেভাবে ফুটবলারদের উৎসাহিত করলেন তা চোখে পড়ার মতো। এই উৎসাহকে হাতিয়ার করে দুরন্ত জয় তুলে নিল লাল হলুদ ব্রিগেড।

Advertisement

এদিন, যুবভারতীতে ডুরান্ড কাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলে কিক মেরে এই প্রতিযোগিতার সূচনা করলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি, দমকলমন্ত্রী সুজিত বসু ও সেনাবাহিনীর অধিকর্তারা। সেনাবাহিনীর হেলিকপ্টারের পাইলটরা যুবভারতীর উপর এয়ার শো করেন।

Advertisement